Monday, November 17, 2025

মোট ১৬ টি রাস্তা ও সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত শিলিগুড়ি পুরসভার

Date:

দীর্ঘদিন পর এক ডজনেরও বেশি মোট ১৬ টি রাস্তা ও সেতুর নাম পরিবর্তন হচ্ছে শিলিগুড়িতে। বামফ্রন্ট পরিচালিত শিলিগুড়ি পুরসভা রাস্তা ও সেতুর নাম পরিবর্তনের প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নাগরিকদের আপত্তি, প্রস্তাব ও দাবি জানতেই ওই তালিকা প্রকাশ করা হয়। এখনও পর্যন্ত মতামত জমা পড়েছে মাত্র পাঁচটি। সেগুলি পর্যালোচনা করার পর ওই তালিকা চূড়ান্ত করা হবে। যদিও , সংশ্লিষ্ট তালিকার বিরোধিতা করেছে পুরসভার বিরোধী দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, সকলকে অন্ধকারে রেখে শহরের ইতিহাস বদলের চেষ্টা করছে বামফ্রন্ট শাসিত পুরসভা। যদিও, পুরকর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য সাফ জানিয়েছেন , সবটাই নিয়ম মেনে করা হচ্ছে।

শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তা, মোড় ও সেতুর নাম নিয়ে বিভ্রান্তি দীর্ঘদিনের। অভিযোগ, পুরসভার উদাসীনতায় অলিখিতভাবে শহরের কিছু এলাকার নামকরণ হয়েছে স্থানীয় কিছু প্রতিষ্ঠান, হোটেল কিংবা শপিংমলের নামে। আবার স্বীকৃত কিছু মোড় ও সেতুর নামই পাল্টে গিয়েছে। সেগুলিও এলাকা বা প্রতিষ্ঠানের নামে পরিচিত। এমন বিভ্রান্তি দূর করতেই শহরের গুরুত্বপূর্ণ কিছু রাস্তা, মোড় ও সেতুর নামকরণে বদল আনা হবে । বিভিন্ন রাস্তায় দিক নির্দেশিকার বোর্ডও বসাতে চয় পুরসভা ।
পুর আইন অনুসারে শহরের বিভিন্ন এলাকার নাম পরিবর্তন করার জন্য গত অগস্ট মাসে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল । ওই কমিটির আহ্বায়ক পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি মৃধা। কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। কমিটিতে আছেন পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য, সঞ্জীবন দত্তরায়, গোপাল লামা, সমাজসেবী জ্যোৎস্না আগরওয়াল, শিক্ষক জয়কৃষ্ণ পাণ্ডে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তাপস চট্টোপাধ্যায়, সুবল দত্ত এবং পুরসভার কমিশনার । ইতিমধ্যে সংশ্লিষ্ট কমিটি শহরে সমীক্ষা চালিয়ে গুরুত্বপূর্ণ ১৬টি রাস্তার মোড়, একটি উড়ালপুল এবং দু’টি সেতুর নয়া নামকরণ করেছে। গত ২৩ সেপ্টেম্বর মেয়র পরিষদের বৈঠকে এবং গত ২৪ সেপ্টেম্বর বোর্ড মিটিংয়ে প্রস্তাবিত ওই তালিকা নিয়ে আলোচনা করা হয়। এরপর নাগরিকদের মতামত জানতে কিছুদিন আগে ওই তালিকা প্রকাশ করা হয়।
ওই তালিকায় উল্লেখিত মোড়গুলির মধ্যে হিলকার্ট রোডের ভেনাস মোড় অন্যতম। গুরুত্বপূর্ণ ওই মোড়ের নাম ফের সফদর হাসমি চক করার প্রস্তাব দেওয়া হয়েছে। শহরের আরও একটি গুরুত্বপূর্ণ এলাকা এয়ার ভিউ মোড়ের নাম পাল্টে মহাত্মা গান্ধী চক করার প্রস্তাব দেওয়া হয়েছে। মাল্লাগুড়ি মোড়ের নাম ক্ষুদিরাম স্কোয়ার, হাতি মোড়ের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস মোড়, আলো চৌধুরী মোড়ের নাম কেএন চৌধুরী, সেভক মোড়ের নাম গুরুনানক চক, শিলিগুড়ি জংশন মোড়ের নাম নেপালি কবি ভানুভক্ত চক, পানিট্যাঙ্কি মোড়ের নাম রামকৃষ্ণ চক, জলপাই মোড়ের নাম বিবিডি, ঝঙ্কার মোড়ের নাম বিবেকানন্দ স্কোয়ার, চম্পাসারি মোড়ের নাম নিবেদিতা চক, নৌকাঘাট মোড়ের নাম ঠাকুর পঞ্চানন চক, সেভক রোডের চেকপোস্ট মোড়ের নাম মুন্সি প্রেমচাঁদ স্কোয়ার করার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী নদীর উপর নবনির্মিত সেতুর নাম অরবিন্দ বা অমু, মহাবীরস্থান উড়ালপুলের নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং রাজা রামমোহন রায় সেতুর নাম তৃতীয় মহানন্দা সেতু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
দ্রুত এই নামকরণ করা হবে। এই বিষয়ে সর্বাগ্রে আছেন মেয়র অশোক ভট্টাচার্য ।

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...
Exit mobile version