Thursday, August 21, 2025

অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে “মিটু” ঘরানার অভিযোগ আগেই তুলেছেন এক অভিনেত্রী। এরপর অরিন্দমের স্ত্রী নিজে স্বামীর বিরুদ্ধে আরেকদফা অভিযোগ তুলে বলছেন তাঁদের যৌথ মালিকানায় কেনা ফ্ল্যাট থেকে তাঁকে বঞ্চিত করে পুরোটা দখল করে অন্য এক মহিলার সঙ্গে থাকেন অরিন্দম।

আর এখানেই তনুরুচি শীল স্পষ্টভাবে লিখেছেন,” সুবিধে নিতেই দলবদল করেছেন অরিন্দম।”
উল্লেখ্য, ২০১১র আগে বামশিবিরে থাকা অরিন্দম এখন তৎকাল তৃণমূলি। অতিমমতাপ্রেমী সেজে থাকেন।
যদিও অরিন্দমশিবির এইসব অভিযোগকে কুৎসা বলে উড়িয়ে দিয়েছে।
আসলে কে কার সঙ্গে থাকছেন, তার চেয়েও বড় কথা হয়ে গেছে স্ত্রীর অভিযোগ,” সুবিধে নিতে দলবদল।” অর্থাৎ তিনি বুঝিয়েছেন, এখন কেউ কিছু বলতে পারবে না।

অরিন্দমের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আর এক অভিনেত্রীর সঙ্গেও খারাপ আচরণের কথা ছিল তাঁর পোস্টে।

এনিয়ে ঝড় ওঠে টলিউডে।

তারমধ্যে অরিন্দমের স্ত্রী তনুরুচি আলাদা পোস্টে লেখেন,” বিবাহবিচ্ছেদ মামলা শেষ হয় নি। কিন্তু অরিন্দম স্ত্রীর সঙ্গে যৌথভাবে কেনা ফ্ল্যাটে শুক্লা দাসের সঙ্গে থাকছেন।”

এই পোস্টে ভাস্বতী বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন,” আপনি বিচার পাবেন তনুরুচিদি।”

এর উত্তরেই তনুরুচি লেখেন,” ফ্ল্যাটের ৫০% মূল্য আমাকে না দিয়ে অরিন্দম গোটাটা ব্যবহার করছেন।
সুবিধে নেওয়ার জন্য দলবদল করেছেন।”

এখানে রূপাঞ্জনার মন্তব্য রয়েছে,” ধন্যবাদ তনুরুচিদি সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।”

তনুরুচি লিখেছেন,” দুর্ভাগ্যজনকভাবে উনি আমার স্বামী।”

এই গোটা ঘটনার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, ” সুবিধের জন্য দলবদল।”

তৎকাল তৃণমূলিদের হঠাৎ মমতাপ্রেমের পিছনে যে বহুক্ষেত্রেই এইসব উদ্দেশ্য কাজ করছে, তা স্পষ্ট হয়েছে অরিন্দম শীলের স্ত্রীর ধারণায়।

অরিন্দমশিবির বলছেন মিথ্যা, কুৎসা। কিন্তু হঠাৎ দলবদলের কারণগত জল্পনা কি তাতে ঢাকা পড়ছে?

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version