সুজাপুরে গাড়ি ভেঙেছিল পুলিশই: পুলিশ সুপার

বাম-কংগ্রেসের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে তুমুল অশান্তি ছড়ায় মালদহের সুজাপুরে। পুলিশের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ভাইরাল ভিডিও ছড়ায় সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে। সেই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই হয়েছে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজরিয়া। সেই ভিডিও ফুটেজ অনুযায়ী, গাড়ি ভাঙচুর করেছিলেন কয়েকজন পুলিশ কর্মী। সেই দায় স্বীকার করে নিয়েছে মালদহ পুলিশ।

সেদিনকার ঘটনার ২৪ ঘণ্টা পরেই তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়ে মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বিচারবিভাগীয় তদন্ত হবে। ঘটনায় তিন কনস্টেবল ও দু’জন সিভিক ভলান্টিয়ারের যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত তিন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। বরখাস্ত হয়েছেন দুই সিভিক ভলান্টিয়ার। তবে, সিআইডি এখনও তদন্ত চালাচ্ছে বলে সূত্রের খবর।