Wednesday, August 20, 2025

কেন বদলি করা হল? জানতে চেয়ে অধিকর্তাকে পাল্টা চিঠি নারদ- তদন্তকারীর

Date:

বেনজির ! CBI-এর অন্দরে কার্যত বিদ্রোহ ৷

বদলি কেন করা হলো? এর উত্তর চেয়ে CBI- অধিকর্তাকে পাল্টা চিঠি দিলেন নারদ -কাণ্ডের তদন্তকারী অফিসার।

নারদ, সারদা এবং রোজভ্যালি-কাণ্ডের তদন্তকারী অফিসারদের একই সঙ্গে হঠাৎ বদলি করে CBI কর্তারা৷ এই বদলিকে রুটিন-বদলি বলেই দাবি করেছে এই সংস্থা৷ কিন্তু, নারদ তদন্তের তদন্তকারী অফিসারের এই চিঠি বদলি-কাণ্ডকে অস্বস্তিতে ফেলে দিয়েছে৷

CBI- সূত্রের খবর, নারদ তদম্তের দায়িত্বে থাকা রঞ্জিৎ কুমার তাঁর বদলির নির্দেশ পাওয়ার পরেই মেল করে CBI অধিকর্তা ঋষিকুমার শুক্ল-র কাছে জানতে চান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ঠিক কোন আইনে তাঁকে বদলি করা হয়েছে? তিনি CBI-এর বদলি সংক্রান্ত নিয়মের উল্লেখ করে বলেছেন, ৫ বছর পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও আধিকারিকের শাখা পরিবর্তন করতে পারেন। কিন্তু ‘স্টেশন’ পরিবর্তন অর্থাৎ কলকাতা থেকে দিল্লি বা অন্য কোনও শহরে বদলি করার ক্ষেত্রে সাধারণ ভাবে ১০ বছর ঊর্ধ্বসীমা ধরা হয়। অর্থাৎ ১০ বছরের বেশি কোনও আধিকারিক কোনও শহরে কর্মরত থাকলে তাঁকে কর্তৃপক্ষ অন্য শহরে পাঠাতেই পারেন, বদলি করে। কলকাতায় রঞ্জিৎ কুমারের কার্যকাল ৮ বছর হয়েছে।
ই-মেলে রঞ্জিৎ কুমার দাবি করেছেন যে, নারদ তদন্ত এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সেই পরিস্থিতিতে তাঁকে সরিয়ে দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। সূত্রের খবর, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন, এই বদলি তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ কি না? সেটা যদি হয়, তবে তার কারণ কি, তা-ও জানতে চাওয়া হয়েছে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version