দিল্লি বিধানসভা নির্বাচন ৮ ফেব্রুয়ারি। শুক্রবার বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৫৭ টির প্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি। এদের মধ্যে ১১জন তফশিলি জাতিভুক্ত ও ৪ জন মহিলা। বিদ্রোহী ও বহিষ্কৃত আপ বিধায়ক কপিল মিশ্রকে প্রার্থী করেছে বিজেপি। দিল্লির ভোটে এবারের মূল লড়াই আপের সঙ্গে বিজেপির। কংগ্রেস কার্যত গুরুত্বহীন। প্রাক ভোটসমীক্ষার হিসাবে এবারও ক্ষমতায় আসতে চলেছে কেজরিওয়ালের আপ।
