Sunday, November 16, 2025

দিল্লির আদালত নির্ভয়াকাণ্ডে চার আসামির ফাঁসি কার্যকর করার নতুন দিন ঘোষণা করেছে। পয়লা ফেব্রুয়ারি সকাল ছ’টায় তিহার জেলে চারজনের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখানেও প্রশ্ন উঠেছে ২২ জানুয়ারি থেকে যে কারণে পিছিয়ে ১ ফেব্রুয়ারি করতে হল, সেই কারণেই আরও পিছিয়ে যাবে না তো? নির্ভয়াকাণ্ডের ফাঁসির তারিখ কেন বারবার পিছিয়ে যাচ্ছে? একনজরে দেখে নেওয়া যাক কী কী সংশয় রয়েছে?

চারজনে মধ্যে একজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল। সেই মুকেশের আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। আদালতের নিয়ম মেনে ১৪ দিন সময় ব্যবধানে ১ তারিখ ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। এর মাঝখানে বাকি তিনজনের একজনও যদি ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে, তাহলে সেটার সমাধান হওয়ার পরে আরও ১৪ দিন সময় দিতে হবে। সেক্ষেত্রে ফাঁসি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা।

এর পাশাপাশি চারজনের মধ্যে একজন ঘটনার সময় নাবালক ছিল। সেই কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। সুতরাং সেই মামলা নিষ্পত্তি না হলে ফাঁসি কার্যকর করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

একই সঙ্গে অপরাধীর মধ্যে একজন সাজা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু বাকি তিনজনের এখনও সেই সুযোগ রয়েছে।

এইসব খতিয়ে দেখে আইনজ্ঞদের মতে, ১ তারিখ ফাঁসি কার্যকর করার দিন ঘোষণা হলেও, বাস্তবে করা যাবে কি না তা নিয়ে এখনো সংশয়ের অবকাশ রয়েছে।

আরও পড়ুন-পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির তারিখ

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version