Friday, August 29, 2025

দিল্লির আদালত নির্ভয়াকাণ্ডে চার আসামির ফাঁসি কার্যকর করার নতুন দিন ঘোষণা করেছে। পয়লা ফেব্রুয়ারি সকাল ছ’টায় তিহার জেলে চারজনের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখানেও প্রশ্ন উঠেছে ২২ জানুয়ারি থেকে যে কারণে পিছিয়ে ১ ফেব্রুয়ারি করতে হল, সেই কারণেই আরও পিছিয়ে যাবে না তো? নির্ভয়াকাণ্ডের ফাঁসির তারিখ কেন বারবার পিছিয়ে যাচ্ছে? একনজরে দেখে নেওয়া যাক কী কী সংশয় রয়েছে?

চারজনে মধ্যে একজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল। সেই মুকেশের আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। আদালতের নিয়ম মেনে ১৪ দিন সময় ব্যবধানে ১ তারিখ ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। এর মাঝখানে বাকি তিনজনের একজনও যদি ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে, তাহলে সেটার সমাধান হওয়ার পরে আরও ১৪ দিন সময় দিতে হবে। সেক্ষেত্রে ফাঁসি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা।

এর পাশাপাশি চারজনের মধ্যে একজন ঘটনার সময় নাবালক ছিল। সেই কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। সুতরাং সেই মামলা নিষ্পত্তি না হলে ফাঁসি কার্যকর করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

একই সঙ্গে অপরাধীর মধ্যে একজন সাজা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু বাকি তিনজনের এখনও সেই সুযোগ রয়েছে।

এইসব খতিয়ে দেখে আইনজ্ঞদের মতে, ১ তারিখ ফাঁসি কার্যকর করার দিন ঘোষণা হলেও, বাস্তবে করা যাবে কি না তা নিয়ে এখনো সংশয়ের অবকাশ রয়েছে।

আরও পড়ুন-পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির তারিখ

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version