Wednesday, November 12, 2025

CAA ইস্যুতে সোনিয়ার ডাকা বৈঠকে যায়নি মমতার প্রতিনিধি, উত্তরে চিদম্বরম কী বললেন?

Date:

CAA নিয়ে অবিজেপি দলগুলোকে নিয়ে দিল্লিতে সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি। এব্যাপারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা চিদম্বরমের বক্তব্য, “আমার কাজ নিমন্ত্রণ করা। কিন্তু আমার বাড়িতে কে আসবে, কে আসবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বৈঠকে যোগ দেওয়া মানেই কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া নয়। একসঙ্গে নাকি আলাদা লড়ছি, সেটা বড় বিষয় নয়। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে এনআরসি, এনপিআর নিয়ে একজোট হয়ে লড়াই করতে হবে।”

তবে চিদম্বরম আশাবাদী, পরের বৈঠকে সব বিরোধী দলগুলি আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেও আমন্ত্রণ জানানো হবে। তাঁর কথায়, “আমি চাই সব বিরোধী দল এর গুরুত্ব বুঝে একজোট হোক।” একইসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, অসম অ্যাকর্ড মেনে হওয়া অসমের সমস্যা। সারা দেশের সিএএ আন্দোলনের থেকে এটা পৃথক বলেও মন্তব্য করেছেন তিনি।

দেশজোড়া ছাত্র আন্দোলন নিয়ে চিদম্বরম বলেছেন, ” দেশের ছাত্রছাত্রীরা সাংবিধানিক একতার জন্য লড়ছে। এই বিক্ষোভ ভাষা, অঞ্চল, রাজ্যের ঊর্ধ্বে চলে গিয়েছে।” এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, এনপিআর–এর মোড়কে কেন্দ্র এনআরসি বাস্তবায়ন করতে চাইছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, CAA নিয়ে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। এই ইস্যুতে মোদিকে চ্যালেঞ্জ করে চিদম্বরম বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনে পাঁচ জন সমালোচককে নিজেই খুঁজে নিয়ে তাঁদের সঙ্গে বিতর্ক–আলোচনা করুন, সেটা টেলিকাস্ট হোক।

আরও পড়ুন-NRC-CAA বিরোধী আন্দোলনকে জোরদার করতে প্রদেশ কংগ্রেসের কর্মশালায় শিক্ষকের ভূমিকায় চিদম্বরম

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version