Sunday, November 16, 2025

বেঙ্গালুরুতে অজিদের হারিয়ে ‘বিরাট’ সিরিজ জয় ভারতের

Date:

অস্ট্রেলিয়া: ২৮৬/৯ (৫০ ওভার)

ভারত: ২৮৯/৩ (৪৭.৩ ওভার)

বেঙ্গালুরুতে স্মিথের সেঞ্চুরির জবাবে রোহিতের দুরন্ত সেঞ্চুরি। রোহিত-কোহলির ব্যাটিং, সঙ্গে দুরন্ত বোলিংয়ে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত উইকেটে একদিনের সিরিজ জিতল ভারত। শিখর ধাওয়ানের অভাবটা এদিন বুঝতে দেননি রোহিত-কোহলিরা। অজিদের ২৮৬ রান তাড়া করে ২-১ ব্যাবধানে সিরিজ জিতল ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে সিদ্ধান্ত নেন ফিঞ্চ। শুরুতেই ওয়ার্নারকে ফেরান শামি। মাত্র ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। অধিনায়ক ফিঞ্চ বাজেভাবে রান আউট হয়ে ফেরেন মাত্র ১৯ রানে। এরপর দলের হাল ধরেন স্টিভ স্মিথ। রাজকোটে ফিরেছিলেন সেঞ্চুরির দোরগোড়া থেকে। মাত্র দুই রানের জন্য পৌঁছতে পারেননি তিন অঙ্কে। সেই আক্ষেপ বেঙ্গালুরুতে মিটিয়ে নিলেন স্টিভ স্মিথ। যা এল ১১৭ বলে, ১১টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত ১৩১ রানে থামলেন তিনি। মহম্মদ শামির বলে ডিপ মিডউইকেটে স্মিথের ক্যাচ দুরন্ত ভাবে ধরলেন শ্রেয়াস আইয়ার। তাঁর ১৩২ বলের ইনিংসে রয়েছে ১৪টি চার ও একটি ছয়। লাবুসানেও যোগ্য সঙ্গ দেন। তিনি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ ছাড়েন। এরপর আর কোনো প্লেয়ারই ভারতের বোলিং এটাকের জবাব দিতে পারেনি। এদিন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে একেবারে বেলাইন করে দেন মহম্মদ শামি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট নেন শামি। জাদেজা নেন দুই উইকেট। একটি করে উইকেট পান সাইনি ও কূলদীপ।

অস্ট্রেলিয়ার ২৮৬ রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত ভাবে শুরু করে টিম ইন্ডিয়া। তবে ফিল্ডিংয়ের সময় চোটের কারণে এদিন ওপেনিং করতে পারেননি ধাওয়ান। ফলে শুরুটা করেন রাহুল-রোহিত জুটি। প্রথম ১০ ওভারে কোনও উইকেট নিতে পারেনি অজিরা। ১৩ ওভারেই মাথায় এলপিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাহুল। এরপর দলের হাল ধরেন ক্যাপ্টেন কোহলি এবং রোহিত শর্মা। এরপর অজি বোলারদের যৌথভাবে শাসন করেন কোহলি-রোহিত জুটি। ১৩ ওভারের পর পরের উইকেট আসে ৩৭ ওভারের মাথায়। আটটি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি মেরে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত। এরই সঙ্গে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৯০০০ রানেই মাইলফলক ছুঁলেন রোহিত। হতাশাজনক ভাবে শতরানের দোরগোড়া থেকে ফেরেন ক্যাপ্টেন কোহলি। ৯১ বলে ৮৯ রানেই ঝকঝকে ইনিংস খেলেন ক্যাপ্টেন কোহলি। এরপর বাকি কাজটা সারেন শ্রেয়স আইয়ার। প্রথম দুই ম্যাচে সেভাবে রান পাননি তিনি। এদিন নিজেকে প্রমাণ করলেন শ্রেয়স। ৩৫ বলে ঝকঝকে ৪৪ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন হেজেলউড, আগর এবং জাম্পা।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version