Sunday, August 24, 2025

ভারতের মাটিতে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ২-১ ব্যাবধানে। কিন্তু ব্যাবধান ২-১ হল ঠিকই, কিন্তু জিতল টিম ইন্ডিয়া।

এদিন চোটের কারণে ওপেন করতে পারেননি শিখর ধাওয়ান। সেই অভাব বুঝতে দেননি রোহিত-কোহলি। ওপেন করতে নেমে ৮টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৯ রান তোলেন রোহিত শর্মা। এর সঙ্গে সঙ্গে একদিনের ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন হিটম্যান। পিছনে ফেললেন শচীন-সৌরভকে। ওয়ান ডে ক্রিকেটে কোহলি এবং ডি ভিলিয়ার্সের পরই রোহিত দ্রুততম ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন।

অন্যদিকে বেঙ্গালুরুতে রেকর্ড হাঁকিয়েছেন ক্যাপ্টেন কোহলিও। এদিন শতরান থেকে সামান্য দূর থেকে ফেরেন কোহলি। তিনি করেন ৮৯ রান। তবে এদিনের ৮৯ রানের সুবাদে করে ফেললেন আরও একটি রেকর্ড। অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড করলেন কোহলি। এর আগে ১২৭ ইনিংসে এই বিরল কৃতিত্ব ধরে রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার কোহলি ছাপিয়ে গেলেন ধোনিকেও। কোহলি পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁলেন মাত্র ৮৭টি ইনিংসে। এই এলিট ক্লাবে কোহলি এবং ধোনির পর রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং, গ্রেম স্মিথ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version