Monday, August 25, 2025

অবশেষে ভারতের নাগরিকত্ব পেতে চলেছেন তসলিমা, ইঙ্গিত সীতারমণের

Date:

অপেক্ষা সেই 2004 থেকে৷ দরবার কম করেননি৷ কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি৷

এবার সম্ভবত শিকে ছিঁড়তে চলেছে৷ ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন বাংলাদেশের বিশিষ্ট লেখিকা ডাঃ তসলিমা নাসরিন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এমনই ইঙ্গিত দিয়েছেন৷

CAA-এর পক্ষে সওয়াল করার সময় রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মুখে শোনা যায় লেখিকা তসলিমা নাসরিনের নাম। সীতারমণ বোঝানোর চেষ্টা করছিলেন নতুন এই আইন আদৌ ধর্মীয় বিভাজনমূলক নয়৷ এটা বোঝাতে গিয়েই তসলিমা নাসরিনের উদাহরণ টানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তিনি বলেন, “আদনান সামি, তসলিমা নাসরিনদের উদাহরণ দেখলেই বোঝা যাবে, সংশোধিত নাগরিকত্ব আইন ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টিকারী নয়। তেমন হলে এনারা কখনই
নাগরিকত্ব পেতেন না৷”

এ ছাড়াও এদিন অর্থমন্ত্রী বলছেন, “391 জন আফগান মুসলিম এবং 1595 জন পাকিস্তানি শরণার্থী মুসলিম 2016 থেকে 2018 সালের মধ্যে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। এই সময়ই 2016 সালে আদনান সামিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আরও একটি উদাহরণ তসলিমা নাসরিন। শুধু এক বছরেই 2838 জন পাকিস্তানি উদ্বাস্তু, 948 জন আফগান এবং 172 জন বাংলাদেশি উদ্বাস্তু ভারতের নাগরিকত্ব পেয়েছেন। 1964 থেকে 2008 পর্যন্ত প্রায় 4 লক্ষ শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের মানুষ এদেশের নাগরিক হয়েছেন। এতেই বোঝা যায় আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভুল।”

নির্মলার মুখে এদিন বারবার তসলিমার নাম উঠে আসায় সংশ্লিষ্ট মহলের ধারনা, অবশেষে এই বাংলাদেশি লেখিকা ভারতের স্থায়ী নাগরিকত্ব পেতে চলেছেন।

সেই 2004 সাল থেকে দিল্লিতে রেসিডেন্স-ভিসা নিয়ে বাস করছেন এই লেখিকা। বাংলাদেশের মৌলবাদের প্রতিবাদ করায় ওদেশে মৌলবাদীদের আক্রমণের শিকার হতে হয় তাঁকে। তারপর থেকেই ভারতের আশ্রয়ে আছেন তসলিমা। প্রসঙ্গত, প্রায় একই পরিস্থিতিতে নিজের দেশ ছেড়েছিলেন পাক গায়ক আদনান সামি৷ তাঁকে ইতিমধ্যেই এদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে।

এদিকে বিরুদ্ধ কিছু মন্তব্যও ভেসে উঠেছে৷
সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর তসলিমা এই আইনকে সমর্থন করে বলেছিলেন, ‘এই আইনটি উদার’। শুধু সেকারনেই তাঁকে নাগরিকত্ব দিয়ে কেন্দ্র প্রচার পেতে চাইছে৷

ওদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথা শোনার পর তসলিমা বলছেন, “শুনে ভাল লাগছে যে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার মানুষেরা এদেশের নাগরিকত্ব পাবেন। এটা খুব ভাল এবং উদার ভাবনা। যাঁরা আমার মতো উদারপন্থী মুসলিম, তাঁদের উপরও বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে নিপীড়ন হয়। সবারই ভারতে থাকার অধিকার পাওয়া উচিত।”

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version