Tuesday, November 4, 2025

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

Date:

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর বা জেলা পরিবর্তনের ক্ষেত্রে যে সমস্যায় পড়তে হত, তা থেকে মুক্তি পাবেন গাড়ির মালিকেরা।

দফতরের তরফে জানানো হয়েছে, এতদিন এক জেলার রেজিস্ট্রেশন অথরিটিতে নথিভুক্ত গাড়ি অন্য জেলায় গেলে মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে নানা জটিলতা তৈরি হতো। এমনকি অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রি হলেও রেজিস্ট্রেশনে পূর্বতন মালিকের নাম থেকে যেত। এই ফাঁকফোকর বন্ধ করতেই নতুন ব্যবস্থা চালু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে রাজ্যের যেকোনও রেজিস্ট্রেশন অথরিটির দপ্তরে নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদলের নথিভুক্তি করা যাবে। তবে শর্ত রইল—গাড়িটি রাজ্যের মধ্যেই বিক্রি হতে হবে। বিক্রেতা ও ক্রেতা দু’জনকেই সংশ্লিষ্ট অথরিটির সামনে হাজির হতে হবে। বিক্রেতার ছবি ও পরিচয়পত্রের প্রমাণ ‘বাহন’ (VAHAN) পোর্টালে আপলোড বাধ্যতামূলক। অন্যদিকে, ক্রেতা চাইলে মালিকানা বদলের প্রক্রিয়া অনলাইন কিংবা শারীরিকভাবে সম্পন্ন করতে পারবেন।

রেজিস্ট্রেশন নবীকরণেও মিলছে ছাড়। মালিকের ঠিকানা পরিবর্তন না করেই রাজ্যের যে কোনও রেজিস্ট্রেশন অথরিটিতে নন-ট্রান্সপোর্ট গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণ সম্ভব হবে। এ ক্ষেত্রে গাড়ির জিও-ট্যাগ করা ছবি এনআইসি-র অ্যাপ ব্যবহার করে আপলোড করতে হবে, যাতে অবস্থান যাচাই করা যায়। তবে পরিবহণ দফতর স্পষ্ট জানিয়েছে, মালিকানা বদল বা রেজিস্ট্রেশন নবীকরণ যেভাবেই হোক না কেন, দূষণ সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ আগের মতোই বলবৎ থাকবে।

আরও পড়ুন – ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version