Saturday, November 1, 2025

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফের একবার ভোটার ও বিরোধীদের লক্ষ্য করে বিজেপির E² ব্যবহার নিয়ে তোপ দাগলেন তিনি। সোমবার, এক ভিডিও বার্তায় অভিষেক বলেন, “যখন একটা ‘E’ অর্থাৎ ইলেকশন কমিশনকে কোনওভাবেই নিজেদের স্বার্থে ব্যবহার করা গেল না, তখন খুব সহজেই এনডিএ সরকার ঘুরে গেল ‘E²’ অর্থাৎ ইডির দিকে।”

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের দমনে হাতিয়ার করছে বিজেপি। অভিষেক হুঁশিয়ারি দেন, কমিশন এসআইআরের নামে বাংলার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিলে আগামী দিনে মানুষকে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে।

এদিন ফের ভোটার ও বিরোধীদের লক্ষ্য করে বিজেপির E² ব্যবহার নিয়ে সরব হলেন অভিষেক (Abhishek Banerjee)। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “যখন একটা ‘E’ অর্থাৎ ইলেকশন কমিশনকে কোনভাবেই নিজেদের স্বার্থে ব্যবহার করা গেল না তখন খুব সহজেই এনডিএ সরকার ঘুরে গেল ‘E²’ অর্থাৎ ইডির দিকে। অন্যদিকে ইডির উদ্দেশ্য কিন্তু একেবারেই রাজ্যগুলি দুর্নীতি মুক্ত করা নয়। উল্টে ইডির একমাত্র লক্ষ্য হল কীভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করে বিরোধীদের নেতাদের জেলে ঢোকানো যায়, কীভাবে জনগণের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা যায়। ক্ষমতায় থাকা এই কেন্দ্রীয় সরকার শুধুমাত্র জনগণ বিরোধী বা গণতন্ত্র বিরোধী নয়, বিজেপি সরকার কৃষক বিরোধী, গরিব বিরোধী, সংখ্যালঘু বিরোধী, রাষ্ট্র বিরোধী এমনকি দেশ বিরোধী। বিজেপিকে একটা ভোট শুধুমাত্র একটা ভোট নয়, এটা দেশের সত্তাকে বিক্রি করে দেওয়া, দেশের অতি মূল্যবান সংবিধান বিক্রি করা। ক্ষমতালোভী স্বৈরাচারীদের হাতে নিজের দেশকে তুলে দেওয়া এবং দেশকে তাঁদের ব্যক্তিগত সম্পত্তি মনে করার স্বাধীনতা দেওয়া। এটা একেবারেই গণতন্ত্রের সঠিক সংজ্ঞা নয়।“

অভিষেক মোদি সরকাকে নিশানা করে তিনি বলেন, অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে জনগণের রায়কে অসম্মান করে গণতন্ত্রকে ধ্বংস করতেই বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে কেন্দ্র।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version