একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)। তাঁর এই সাফল্যেই আপ্লুত সকলে। টোকিও অলিম্পিকে(Tokyo Olympic) রপো জিতলেও, শেষবার প্যারিস অলিম্পিকে সেভাবে সাফল্য পেতে পারেননি তিনি। এরপর একবছরের একটা বিরতি। ভারোত্তলনের মঞ্চে ফিরেই বিরাট সাফল্য পেলেন মীরা(Mirabai Chanu)। এদিন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মঞ্চে স্ন্যাচ অ্যান্ড জার্ক বিভাবে সব মিলিয়ে ১৯৩ কেজি ভারোত্তলন করে সোনার মেডেল গলায় তুললেন এই ভারতীয় তারকা।
টোকিও অলিম্পিকের মঞ্চে রুপো জিতে সকলকে চমকে দিয়েছিলেন মীরাবাই চানু। গতবারের প্যারিস অলিম্পিকেও ভারতের অন্যতম পদকের দাবীদার ছিলেন তিনি। কিন্তু তিনি যে ক্যাটাগরিতে নামতেন সেই ৪৯ কেজি বিভাগ সরিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে ৪৮ কেজি বিভাগ বেছে নিতে হয়েছিল মীরাবাই চানুকে(Mirabai Chanu)।
সেই বিভাগেই কমনওয়েলথে প্রথম সাফল্য এই ভারোত্তলন তারকার। এদিন স্ন্যাচ বিভাগে ৮৪ কেজি ভার এবং জার্ক বিভাগে ১০৯ কেজি ভার তুলেছিলেন মীরাবাই চানু। তাঁর রেকর্ড স্কোর পর্যন্ত আর কোনও প্রতিযোগিই পৌঁছতে পারেননি। ১৯৩ কেজি রেকর্ড ভার তুলে সোনার মেয়ে মীরাবাই চানু।
–
–
–
–
–
–
–
–