Thursday, December 25, 2025

কলকাতা পুরসভায় ভোট হতে পারে ৫ এপ্রিল, রবিবার

Date:

Share post:

এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই হতে চলেছে কলকাতা পুরসভার ভোট। নির্ভরযোগ্য সূত্রের খবর, কলকাতা পুরসভায় ভোট হবে ৫ এপ্রিল, রবিবার। পরের দিন সোমবার, মহাবীর জয়ন্তী। ফলে সেদিনও ছুটি। কোনও কারনে কোনও বুথে পুনর্নিবাচন প্রয়োজন হলে তা সোমবারের ছুটির দিনেই হতে পারবে৷। ভোটের ফল ঘোষণা হতে পারে ১০ এপ্রিল,শুক্রবার৷ ওইদিন গুড ফ্রাই ডে-র ছুটি। অন্য কোনও অনিবার্য সমস্যা দেখা না দিলে আগামী ৫ এপ্রিল-ই হবে কলকাতা পুরসভার নির্বাচন৷ ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতেই কলকাতা পুরভোটের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে তৈরি রাজ্য নির্বাচন কমিশন।

এদিকে তৃণমূল শীর্ষস্তর সূত্রের খবর, একসঙ্গে কলকাতা-সহ ১১১ পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে না৷
কলকাতার ভোট এপ্রিলের প্রথম সপ্তাহে৷ এই পুরসভা যে দখলেই থাকছে, সে বিষয়ে নিশ্চিত তৃণমূল৷ কলকাতার ফলাফলকে সামনে রেখেই দক্ষিণবঙ্গে পুরসভায় ভোট হবে মে মাসের মধ্যে। আর এই সব পুরসভার ফলাফলের উপরই নির্ভর করছে
উত্তরবঙ্গের পুরভোটের দিনক্ষণ৷
কলকাতার ভোট প্রথমেই সেরে ফেলার সিদ্ধান্তে তৃণমূলের ঝুঁকিও আছে কিছুটা৷ কোনওভাবে ফল যদি আশানুরূপ না হয়, তাহলে বাকি সব ক’টি পুরসভার ভোটে তার প্রভাব পড়বেই৷ তবে ভোট-কৌশলি প্রশান্ত কিশোরের ব্যাখ্য, লোকসভা ভোটে রাজ্যের ৭৫ শতাংশ পুরএলাকায় বিজেপির কাছে পিছিয়ে ছিলো তৃণমূল। কিন্তু তথ্য বলছে, ভোটপ্রাপ্তির নিরিখে কলকাতায় বিজেপির তুলনায় অনেকটাই এগিয়ে তৃণমূল৷ পাশাপাশি পিকে-র বক্তব্য, কলকাতার ৪০টি ওয়ার্ডে তৃণমূলের জেতা-হারা নির্ভর করছে সংখ্যালঘু ভোটের উপর৷ ইতিমধ্যেই বোঝা গিয়েছে, CAA এবং NRC ইস্যুতে সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের পাশে৷
রাজ্যের শাসক দলও নিশ্চিত, সংখ্যালঘু ভোট তৃণমূলের বাক্সেই যাবে৷

এছাড়াও প্রশান্ত কিশোরের ব্যাখ্য, কলকাতার তৃণমূল কাউন্সিলরদের অনেকেই বড় নেতা, প্রভাবশালী৷
নিজেদের ওয়ার্ডে বেশ জনপ্রিয়৷ মোড়া ঘোরানোর ক্ষমতাও রাখেন৷ সেই ক্ষমতা দেখিয়েই লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখে দিয়েছেন৷ তাই কলকাতাতেই হবে প্রথম পুরভোট, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই৷

আরও পড়ুন-কাঁকুড়গাছির বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...