বাংলার মনোজের ৩০৩

বাংলার মনোজ তেওয়ারির দুরন্ত ব্যাটিং। রেকর্ড রঞ্জি ট্রফির ম্যাচে। একাই করলেন ট্রিপল সেঞ্চুরি। কল্যাণীতে হায়দরাবাদের বিরুদ্ধে তার ৩০৩ রানের উপর ভর করেই বাংলা পৌঁছে গেল ৬৩৫ (ডিক্লেয়ার) রানে। মনোজের অসাধারণ ইনিংসে ছিল ৩০টি বাউন্ডারি ৫টি ওভার বাউন্ডারি। এর আগে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ২৬৭। দীর্ঘদিন ধরে জাতীয় ক্রিকেটে উপেক্ষার জবাব দিলেন মনোজ, বলছেন ক্রিকেটপ্রেমীরা।

দুদিন আগেই ড্রেসিংরুমে এবং দেবাং গান্ধীর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। এছাড়াও গতবার থেকেই আইপিএলে ডাক না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন মনোজ। এবার রঞ্জিতে মাত্র একটি হাফ সেঞ্চুরি ছিল তাঁর। আর ঘুরে দাঁড়ানোর এমন ইনিংস তিনি খেললেন যে তার ব্যাটিং নিয়ে এখন ক্রিকেট মহলে আলোচনা। হায়দরাবাদের বিরুদ্ধে ২২ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর গতকাল ১৫৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এদিন পেরোলেন ৩০০-র গণ্ডী। মনোজ যেন ব্যাটেই অনেক প্রশ্নের জবাব দিলেন।

Previous articleকলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক,সাইবার থানায় অভিযোগ দায়ের
Next articleআইসিসি র‍্যাঙ্কিংয়ে বিরাট-রোহিত-বুমরাহদের শাসন