সর্বসম্মতির ভিত্তিতে বিজেপি সভাপতি পদে অমিত শাহর স্থলাভিষিক্ত হয়েছেন জেপি নাড্ডা। শুভেচ্ছা ভাষণে নিজের উত্তরসূরিকে প্রশস্তি ও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন পূর্বসূরি শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজ আমাদের বিশেষ আনন্দ ও গৌরবের দিন যে একজন সাধারণ কার্যকর্তা থেকে সর্বোচ্চ সভাপতির পদে আসীন হলেন নাড্ডা। আমাদের দলই একমাত্র দল যারা পরিবারতন্ত্রের ভিত্তিতে চলে না। একজন কার্যকর্তার গুণাবলী, দক্ষতা, নেতৃত্বের গুণই শেষ কথা। বংশবাদ আর জাতপাতের ভিত্তিতে যে বিজেপি চলে না তা আবার প্রমাণিত হল। মোদিজি ও নাড্ডাজির নেতৃত্বে দেশ ও দল আরও গৌরবের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে। আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন রইল নাড্ডাজির প্রতি।