কু-কথার ধারাপাত তৈরি করেছে বিজেপি, যার এডিটর দিলীপ ঘোষ: কটাক্ষ পার্থর

ফের বিধানসভায় বসে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, “কু কথার একটা ধারাপাত তৈরি করেছে বিজেপি। সেখানে এডিটর দিলীপ ঘোষ। সঙ্গে সায়ন্তন বসু আর সৌমিত্র খান।ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করা হচ্ছে।”

এখানেই শেষ নয়। এদিন পার্থ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের কড়া সমালোচনা করে বলেন, “দিলীপ ঘোষের কটা মুখ আছে। বেকারি নিয়ে কথা বলছেন। তারা দেশে কী করছেন? ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন। জাতীয় হিসাবের থেকে আমাদের পরিসংখ্যান অনেক ভালো। কিন্তু আমরা আরও উন্নতি করার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট আছেন।”

এদিন রাজভবনে রাজ্যপালের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। এ বিষয় তৃণমূল মহাসচিব বলেন, “দিলীপ ঘোষ তো রোজই যাচ্ছেন রাজভবনে। আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে বলে দিয়েছি যাবো না। রাজ্যপাল আগে আমাদের ফাইল ছাড়ুন, তাহলেই হবে। বিরোধীদের কোনও কাজ নেই, তাই তারা গেছে।”

Previous articleহাতে বাদ্যযন্ত্র, কড়া ঠাণ্ডায় পাহাড়ে উত্তাপ ছড়াল মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল
Next articleপদত্যাগ করলেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো