উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসূচির মধ্যে আজ, সোমবার সকালে দার্জিলিংয়ে ম্যাল সংলগ্ন চৌরাস্তায় এক পোলিও খাওয়ানো কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তিনটি বাচ্চাকে নিজে হাতে পোলিও খাওয়ালেন।

পাশাপাশি, ওই তিনজন শিশুকে সোয়েটারও কিনে দেন মানবিক মুখ্যমন্ত্রী। তার আগে এদিন সকালে মর্নিং ওয়াকে
বেরিয়ে তিনি কথা বলেন এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটকদের সঙ্গে কথাও বলেন। বোঝার চেষ্টা করেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা।

আরও পড়ুন-বাগুইআটিতে দুষ্কৃতী হামলায় আক্রান্ত বাস মালিক
