Friday, November 14, 2025

সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। সেই মতো, সারা রাজ্যের সঙ্গে সাজেছে মেদিনীপুরেও। জাতীয় সড়কের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে অস্থায়ী গেট বানিয়ে লাগানো হয়েছে ফ্লেক্স। নিমতৌড়ি স্মৃতি সৌধস্থলে ২৩ জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন করা হবে। সেই অনুষ্ঠানের ফ্লেক্স ঘিরে ছড়ায় বিতর্ক। কারণ, সেই ফ্লেক্সে নেতাজির সঙ্গেই ছিল পরিবহনমন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও ও কাঁথির সাংসদ শিশির অধিকারীর ছবিও ছিল। অনুষ্ঠানের আয়োজক তৃণমূলের সমবায় সংগঠন।

সোমবার কাঁথি থেকে কলকাতায় যাওয়ার পথে সেই গেট চোখে পড়ে খোদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রে খবর, সেটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। আয়োজকদের ফোনে প্রচণ্ড ধমক দেন শুভেন্দু। মন্ত্রীকে খুশি করতে গিয়ে মহান স্বাধীনতা সংগ্রামীকে তারা অপমান করেছে বলেও ভর্ৎসনা করেন তিনি। অবিলম্বে ওই ব্যানার সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে ফ্লেক্স করতে নির্দেশ দেন।

সেই ধমকেই কাজ হয়। সোমবার, রাত ১০টার মধ্যে আগের ফ্লেক্স সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে গেট বানানো হয়। সেখানে উদ্বোধক হিসাবে শুধু শুভেন্দু অধিকারীর নাম আছে, কোনও ছবি নেই। শুভেন্দু জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মেদিনীপুরের নাম ওতোপ্রতো ভাবে জড়িত। সেখানেই নেতাজির এই অবমাননা কোনওভাবেই বরদাস্ত করা হয়নি, হবেও না।

আরও পড়ুন-দার্জিলিংয়ে শিশুদের পোলিও খাওয়ালেন মানবিক মুখ্যমন্ত্রী

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version