Wednesday, August 27, 2025

সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। সেই মতো, সারা রাজ্যের সঙ্গে সাজেছে মেদিনীপুরেও। জাতীয় সড়কের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে অস্থায়ী গেট বানিয়ে লাগানো হয়েছে ফ্লেক্স। নিমতৌড়ি স্মৃতি সৌধস্থলে ২৩ জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন করা হবে। সেই অনুষ্ঠানের ফ্লেক্স ঘিরে ছড়ায় বিতর্ক। কারণ, সেই ফ্লেক্সে নেতাজির সঙ্গেই ছিল পরিবহনমন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও ও কাঁথির সাংসদ শিশির অধিকারীর ছবিও ছিল। অনুষ্ঠানের আয়োজক তৃণমূলের সমবায় সংগঠন।

সোমবার কাঁথি থেকে কলকাতায় যাওয়ার পথে সেই গেট চোখে পড়ে খোদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রে খবর, সেটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। আয়োজকদের ফোনে প্রচণ্ড ধমক দেন শুভেন্দু। মন্ত্রীকে খুশি করতে গিয়ে মহান স্বাধীনতা সংগ্রামীকে তারা অপমান করেছে বলেও ভর্ৎসনা করেন তিনি। অবিলম্বে ওই ব্যানার সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে ফ্লেক্স করতে নির্দেশ দেন।

সেই ধমকেই কাজ হয়। সোমবার, রাত ১০টার মধ্যে আগের ফ্লেক্স সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে গেট বানানো হয়। সেখানে উদ্বোধক হিসাবে শুধু শুভেন্দু অধিকারীর নাম আছে, কোনও ছবি নেই। শুভেন্দু জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মেদিনীপুরের নাম ওতোপ্রতো ভাবে জড়িত। সেখানেই নেতাজির এই অবমাননা কোনওভাবেই বরদাস্ত করা হয়নি, হবেও না।

আরও পড়ুন-দার্জিলিংয়ে শিশুদের পোলিও খাওয়ালেন মানবিক মুখ্যমন্ত্রী

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version