২৭জানুয়ারি বিধানসভার বিশেষ অধিবেশন ডাকল রাজ্য সরকার। উদ্দেশ্য সিএএ বিরোধী প্রস্তাব পাশ করা বিধানসভায়। এ ব্যাপারে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে কথা হয়েছে। মঙ্গলবার জানালেন শিক্ষামন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর কথায়, গণতন্ত্র বিরোধী এই আইন আশা করি সর্বসম্মতিক্রমে পাশ হবে। কেন ৯জানুয়ারির বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পাশ হলো না? পার্থ নিজেই বলেন, মনে রাখবেন, একটি বিশেষ বিষয়কে সামনে রেখেই ওই অশিবেশন ডাকা হয়েছিল। সেখানে সিএএ নিয়ে কোনও আলোচনা হতে পারে না। পার্থর আশা গণতন্ত্র রক্ষায় সর্বসম্মত এই সিদ্ধান্ত সেদিন বিধানসভায় পাশ হবে।
