ফের জেএনইউতে হামলা, পড়ুয়া হাসপাতালে

দু সপ্তাহ কাটেনি। ফের জেএনইউতে হামলা। আক্রান্ত হলেন রাগিব আক্রম নামে এক ছাত্র। ভর্তি এইমস হাসপাতালে। অভিযোগ সেই এবিভিপির দিকে।
অভিযোগ সোমবার রাতে ৪-৫ জনের একটি দল ঢোকে নর্মদা হস্টেলে। আক্রমণের লক্ষ্যই ছিল রাকিব। তার মাথায় ও বুকে লাঠি দিয়ে আঘাত করা হয়। ঘটনার প্রতিবাদে জেএনইউ সংসদের পক্ষ থেকে আজ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।