আবরার ফাহাদ খুন মামলার পরবর্তী শুনানি ৩০ জানুয়ারি, নির্দেশ ঢাকা আদালতের

আবরার ফাহাদ হত্যার ঘটনায় আগামী ৩০ জানুয়ারি শুনানির দিন ধার্য করল ঢাকা আদালত। বুয়েট শিক্ষার্থীর হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা চলছে। ঢাকা মহানগর দায়রা জজ কেএমইমরুল মঙ্গলবার শুনানির জন্য এই দিন ধার্য করেন।মঙ্গলবার কারাগার থেকে ২২ আসামীকে আদালতে হাজির করা হয়। বিচারক সব দিক বিচারের পর শুনানির নতুন দিন ধার্য করেন।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর ঘরে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পরপরই আবরার হত্যায় জড়িতদের গ্রেফতার করা হয়।
আবরার সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, এই সন্দেহেই তাঁকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই তাঁকে সন্দেহের তালিকায় রাখা হয়। রীতিমতো পরিকল্পনা করেই আবরারকে খুন করা হয় বলে অভিযোগ ।
আসামীদের বয়ানে জানা যায়, কিল-ঘুষি, স্কিপিং দড়ি দিয়ে মেরেও মনের সুখ মেটেনি হামলাকারীদের। তাঁকে ক্রিকেট স্টাম্প দিয়ে বেধড়ক পেটান হত্যাকারীরা। তাঁর মৃত্যু না হওয়া পর্যন্ত তাঁকে পেটানো হয়।তাঁকে দোতলার সিঁড়ির ওপর ফেলে চম্পট দেয় হত্যাকারীরা।ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।