Monday, August 11, 2025

সংখ্যালঘু নেতাকে অপহরণ করে খুন: বাংলাদেশকে ‘অজুহাত’ না দেওয়ার বার্তা ভারতের

Date:

সম্প্রতি ভারতে মূর্শিদাবাদের হিংসার ঘটনায় প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীদের ভারতে ঢুকে হামলা চালানো নিয়ে দায় ঝাড়ার চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। উল্টে ভারতে সংখ্যালঘুদের (minorities) নিরাপত্তা নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেখানে ভারতে বিশেষত বাংলায় সংখ্য়ালঘুদের যে নিরাপত্তা ও গুরুত্ব দেওয়া হয় তা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ইউনূস (Mohammed Yunus) সরকারের আমলে পায় না। সেই কথাই বিদেশ মন্ত্রকের তরফে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। এবার সংখ্যালঘু নেতাকে অপহরণ করে খুনের ঘটনা সেই বাংলাদেশেই। আর তাতেই বাংলাদেশকে আরেকবার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের (MEA)। কোনও অজুহাত না দেখিয়ে পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হল বিদেশ মন্ত্রকের তরফে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) স্পষ্ট ভাষায় জানান, ভারত অত্যন্ত বেদনার সঙ্গে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও খুনের ঘটনা। এই খুন সেই একই ধারায় হয়েছে যেভাবে অন্তর্বর্তী সরকারের (interim government) আমলে হিন্দু সংখ্যালঘুদের (minorities) খুনের ঘটনাগুলি ঘটেছিল এবং একইভাবে খুনে অভিযুক্তরা দায় এড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

সেখানেই বাংলাদেশের মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অজুহাত না দিয়ে কর্তব্য পালনে কথা। জয়সওয়াল স্পষ্ট উল্লেখ করেন, ভারত এই খুনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আরও একবার অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছে তাদের দায়িত্ব যেখানে অবশ্যই কোনও অজুহাত না দিয়ে কোনও ভেদাভেদ না করে হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা করা তাদের কর্তব্য।

Related articles

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...
Exit mobile version