Thursday, January 29, 2026

কাল পাহাড় ঐতিহাসিক মিছিলের অপেক্ষায়

Date:

Share post:

কাল, বুধবার, ২২জানুয়ারি। মুখ্যমন্ত্রীর প্রিয় পাহাড়ে সিএএ-এনআরসি-এনপিআর বিরোধিতায় ঐতিহাসিক মিছিল। পাহাড়ের বুকে এই মিছিল নিয়ে যেমন তৃণমূল প্রস্তুতি নিয়েছে কয়েকদিন ধরে, তেমনি শীতে জবুথবু পাহাড়ও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি। তৈরি বিনয় শিবির। পাহাড়ে জমি উদ্ধারে মুখ্যমন্ত্রীর এই মিছিল যে দলকে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না।

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর বারেবারে পাহাড়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তবু লোকসভা ও বিধানসভা ভোটে ক্রমশ পিছিয়ে পড়েছে দল। একমাত্র ব্যতিক্রম মিরিক পুরসভা। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী উত্তরে এসেছেন, মিছিল করেছেন। প্রশাসনিক সভা, উত্তরবঙ্গ উৎসব, প্রকল্প ঘোষণা নিয়ে বারবার আসা। এবার তাঁর প্রিয় দার্জিলিংয়ে। জান লড়িয়ে এই মিছিলকে গণজাগরণে পরিণত করতে মরিয়া বিনয় তামাংরা। মিছিল দার্জিলিং রাজভবন থেকে শুরু হয়ে যাবে মোটর স্ট্যান্ড পর্যন্ত। পাহাড়ে বিমল-গুরুংদের প্রভাব অস্বীকার করা মুশকিল। বিগত লোকসভা ভোটে তাদের প্রভাবে বিজেপি জেতে বলে অনুমান। কিন্তু অসমে এনআরসি তালিকা থেকে প্রায় এক লক্ষ গোর্খা নাগরিক বাদ পড়ার কারণে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে পাহাড়ে। আর সেটাকেই কাজে লাগাতে মরিয়া তৃণমূল ও বিনয় তামাংরা। পাহাড় এখন পোস্টারে ছেয়ে গিয়েছে সিএএ-এনআরাসি বিরোধী বক্তব্যে। মিছিলে পাহাড়ের বিশিষ্টজনেরাও থাকবেন। থাকবেন বিভিন্ন জনজাতি তাঁদের নিজস্ব পোশাকে। যুবদের মিছিলে সামিল করতে বিনয়রা পরিশ্রম করেছেন। স্কুল পড়ুয়াদের সামিল করতেও চেষ্টা চলছে। সব মিলিয়ে কালকের মিছিল ঐতিহাসিক এবং নামবে মানুষের ঢল, যা পাহাড় আগে দেখেনি।

spot_img

Related articles

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১! 

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

মুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির 

ইমপার (eastern India motion pictures association) অফিসে আয়োজিত স্ক্রিনিং কমিটির মিটিংয়ে খোশ মেজাজে গোটা টলিউড (Tollywood)। বুধবারের ছবিটা...

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...