সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA আইনের বিরোধিতায় আপাতত 60টি মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টে৷ আজ, 22 জানুয়ারি, বুধবার সে সব মামলার শুনানি হবে শীর্ষ আদালতে ৷ বিতর্কিত আইনটির বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি, অসমে ক্ষমতাসীন বিজেপির সহযোগী দল অসম গণ পরিষদ-সহ আরও অনেকে। ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিআর গাভাই এবং সূর্য কান্ত।
