Sunday, May 4, 2025

ট্রেনের কামরায় ধর্ষিত হয়েছে মহিলা। ওই কামড়ায় অকথ্য অত্যাচার চলছে যুবতীর উপর। ঠিক সেই সময় জওয়ানরা টহল দিতে ওঠে সেই কামরায়। সেই অবস্থায় যুবতীকে দেখেন তাঁরা। এবং সেখান থেকে উদ্ধার করে যুবতীকে। সেখান থেকে এক ধর্ষককে পাকড়াও করার সময় আর একজন পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে সেও গ্রেফতার হয়। এরপর ধর্ষিতাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, ২২ বছরের ধর্ষিতা যুবতী আক্রান্ত এইডস-এ। ধর্ষকদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, জেল হেফাজতের ভয় রয়েছে দুজনের মধ্যেই। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মেডিকেল টেস্ট হবে।

চাইতি মহলার বাসিন্দা বীরেন্দ্র প্রকাশ সিং ও দীপক সিংকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধর্ষকদের বয়স ৩০ বছরের আশাপাশে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৪ ও ৬৭এ ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

গয়ার অ্য‌ান্টি রেট্রোভিয়াল থেরাপি সেন্টারে এইডসের চিকিৎসা চলছিল যুবতীর। রুটিন টেস্ট করাতেই পাটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে গয়া যাচ্ছিলেন তিনি। কয়েক বছর আগেই স্বামীকে হারিয়েছেন ওই যুবতী। বিহারের কাইমুর জেলার বাসিন্দা তিনি। নির্যাতিতা জানিয়েছেন, যে কামরায় উঠেছিলেন তিনি সেটা প্রায় ফাঁকাই ছিল। সেই সুযোগ নিয়ে দুই যুবক তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। এরপর মুখ খুললে তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই সময় অপর একজন ধর্ষক ওই ঘটনার ভিডিও করেছে।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version