Wednesday, August 27, 2025

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

Date:

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ইসলামাবাদ। সতর্ক নয়াদিল্লি। এই অবস্থায় শনিবার রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন এক পকিস্তানি জওয়ান (Pakistan Jawan)। পাকড়াও করে বিএসএফ (BSF)। একদিকে যখন ভারতীয় জওয়ান পূর্ণম সাউ (Purnam Sau) গত এক সপ্তাহের বেশি সময় ধরে কাঁটাতারের ওপারে আটক, তখন ভারতীয় সেনার (Indian Army) হাতে পাক রেঞ্জার্সের এই পাকড়াও হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। এবার কি কাঁটা দিয়ে কাঁটা তুলবে ভারত? ইতিমধ্যেই প্রশ্ন আসতে শুরু করেছেন নানা মহল থেকে।

সূত্রের খবর, নিজের দেশের জওয়ানকে ছাড়াতে শনিবারই বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসে পাক সেনা। সেখানে পাকিস্তানের তরফে ওই জওয়ানের মুক্তির দাবি করা হলেও আমল দিতে নারাজ বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। গত ২৩ এপ্রিল বাংলার বাসিন্দা জওয়ান পূর্ণমকে ছাড়ার ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি পাকিস্তান। উপরন্ত দফায় দফায় মিটিংয়ের পর তারা জানিয়েছেন এই সংক্রান্ত তথ্য নাকি পাকিস্তান সেনার হাতে নেই। বিএসএফ সূত্রের খবর, রাজস্থান সীমান্ত পেরিয়ে শনিবার ভারতে ঢুকে দেশের সেনাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত ওই পাক জওয়ান। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। ভুলবশত সীমান্ত পার হয়ে যাওয়া নতুন কোনও ঘটনা নয়।সামরিক প্রোটকল মেনে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেই ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই নিয়ম। কিন্তু পাকিস্তান এই নিয়ম মানেনি। এখন শত্রু দেশের জওয়ান ভারতের হাতে আটক হওয়ায় পাক সেনার পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকছে গোটা দেশের।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version