Sunday, November 16, 2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যুইটে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়লেন ভোটগুরু প্রশান্ত কিশোর। বললেন, ক্ষমতা থাকলে জনমতকে উপেক্ষা করে সিএএ, এনআরসি প্রয়োগ করে করে দেখান আপনি। মানুষের মতামতকে অস্বীকার করে আইন কার্যকর করার ফল কী হয় তা টের পাবে বিজেপি। প্রসঙ্গত, গতকালই অমিত শাহ বলেছিলেন, নাগরিকত্ব ইস্যুতে যেসব নেতা মানুষকে ভুল বোঝাচ্ছেন ক্ষমতা থাকলে তারা আমাদের সঙ্গে বিতর্কে যোগ দিন। তাহলেই সত্যিটা সামনে আসবে। বিক্ষোভ, প্রতিবাদ যাই হোক, কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করবেই। আইন বাতিল বা পিছু হঠার কোনও প্রশ্নই নেই। মঙ্গলবার শাহের ওই মন্তব্যের পর বুধবার তাঁকে চ্যালেঞ্জ করে পিকে বলেন, ক্ষমতা থাকলে আইন প্রয়োগ করে দেখান!

বিজেপির শরিক দল জেডিইউ-র সহসভাপতি পিকে বা প্রশান্ত কিশোরের এই হুমকির পিছনে রাজনৈতিক মতাদর্শের চেয়েও ব্যবসায়িক বাধ্যবাধকতাকেই অবশ্য বড় করে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের কথায়, পিকে জেডিইউর কোনও সর্বজনগ্রাহ্য নেতা নন। তাঁর সঙ্গে দলের নীচুতলার কর্মীদের যোগাযোগও নেই। তা সত্ত্বেও তিনি এসব বলে নিজের স্বতন্ত্র রাজনৈতিক ভাবমূর্তি তৈরি করতে চাইছেন একটাই উদ্দেশ্যে। কারণ তিনি ও তাঁর সংস্থা এখন দিল্লির আপ ও বাংলার তৃণমূলের রাজনৈতিক কৌশল নির্ধারক ও পরামর্শদাতা। এই দুটি দলই বিজেপি বিরোধী এবং নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রশান্ত কিশোরের কৌশল অনুযায়ী কাজ করছে। সেই কারণে নিজের বিশ্বাসযোগ্যতা তৈরির স্বার্থেই এই ইস্যুতে আক্রমণাত্মক ভাবমূর্তি তৈরি করতে তৎপর পিকেও।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version