দক্ষিণ কলকাতায় চলছে ত্রিধারা উৎসব। মেয়র পারিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে জমজমাট আয়োজনের রঙিন প্রাঙ্গণ। পোশাক, গয়না, ঘর সাজানোর উপকরণের সম্ভার। একদিকে পরপর নানা স্বাদের খাবারের স্টল। মূল সাংস্কৃতিক মঞ্চে আকর্ষণীয় অনুষ্ঠান। ওপাশে পাখিমেলা। প্রাঙ্গণে বর্ণময় সাঁওতাল নাচ। আর এর মধ্যেই 30 নম্বর স্টলে আবির্ভাবেই মাতিয়েছে “Aoho”, তরুণ ফ্যাশন ডিজাইনার অনিন্দিতার তৈরি পোশাক। মূলত মহিলাদের। ক্রেতারা দারুণভাবে পছন্দ করছেন। অনিন্দিতা বলেন,” মানুষ প্রথমেই এতটা গ্রহণ করবেন, ভাবতে পারি নি।”
