তৃণমূল সাংসদের চাপে নেতাজির বিমান দুর্ঘটনা-বিতর্ক সংশোধন কেন্দ্রের

তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের দাবি মেনে নেতাজির বিমান দুর্ঘটনা সংক্রান্ত বিতর্ক সংশোধন করেছে লোকসভা সচিবালয়। নেতাজির ১২৪ তম জন্মদিবস উপলক্ষে লোকসভার সেন্ট্রাল হলে এক অনুষ্ঠান হয়৷ সেই অনুষ্ঠানেই নেতাজি সম্পর্কিত যে পুস্তিকা প্রকাশ হয়েছে, সেখানে এবার সুভাষচন্দ্র বসুর দুর্ঘটনা প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে সচিবালয়। এ নিয়ে কোনও কথাই বলা হয়নি। যা দেখে খুশি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর। কেন্দ্রীয় সরকারেরই তৈরি অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ মুখোপাধ্যায় কমিশন বহুল প্রচারিত তাইহোকু বিমানবন্দরে ১৯৪৫ সালের ১৮ আগস্ট নেতাজির ‘মৃত্যু’ প্রসঙ্গে কোনও কথাই বলেনি। অথচ গত আগস্টে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরো নেতাজির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ট্যু‌ইট করেছিল।

নেতাজির জন্মদিনে লোকসভার সচিবালয়ের প্রকাশিত পুস্তিকায় গতবার পর্যন্ত সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন এবং বিমান দুর্ঘটনার কথা উল্লেখ ছিল। তা নিয়ে প্রবল বিতর্ক হয়। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করেন তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়। রাজ্যসভায় বিষয়টি উল্লেখও করেন৷ লোকসভার সচিবালয়কে চিঠি লিখে তিনি বিষয়টি সংশোধন করে নেওয়ার জন্য চাপ দেন। এ বছর যে পুস্তিকা প্রকাশিত হয়েছে, সেখানে দুর্ঘটনা প্রসঙ্গ উল্লেখই করেনি লোকসভার সচিবালয়। সুখেন্দুবাবু বলেছেন, এতদিনে সংসদ ভুল শুধরে নিল। ভারত সরকার নেতাজি সংক্রান্ত যেকোনও তথ্য প্রকাশের আগে যাতে সতর্ক থাকে তার অনুরোধ করেছেন তিনি। সুখেন্দুবাবুর দাবি, নেতাজি সংক্রান্ত বহু গোপন ফাইল এখনও কেন্দ্র প্রকাশ করছে না। সেগুলি প্রকাশ হোক। তাহলেই নেতাজির প্রতি যথাযথ সম্মান জানাবে কেন্দ্র৷

Previous articleCAA-র প্রতিবাদে কবিতা,গানের পর এবার রাজপথে ছবি আঁকবেন মমতা
Next articleরাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ৭ ফেব্রুয়ারি