Monday, January 19, 2026

কলকাতা পুরসভার শুভেচ্ছাবার্তায় ভারতের বিকৃত মানচিত্র, বিতর্ক চরমে

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসে কলকাতা পুরসভার ফেসবুক পেজে পোস্ট করা একটি শুভেচ্ছাবার্তা ঘিরে তুমুল বিতর্ক৷

বিষয়টি গুরুতর আকার নিয়েছে এই কারনেই যে, পাকিস্তান এবং চিন ভারতের যে মানচিত্র প্রকাশ করে, তাতে ভারতকে যেভাবে দেখানো হয়, কলকাতা পুরসভা সেই মানচিত্রই প্রকাশ ও প্রচার করেছে৷ অর্থাৎ পাক ও চিনের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের এবং আকসাই চিনকে চিনের অংশ হিসেবে দেখানো হয়। কলকাতা পুরসভা সেই পথেই এদিন হেঁটেছে৷
ভারত সরকার কখনই ওই দুই অঞ্চলের উপরে নিজেদের দাবি ছাড়েনি। পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিন ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ভারত সবসময় দাবি করে এসেছে। ভারতের মানচিত্র থেকে যেন ওই দুই অঞ্চলকে বাদ দিয়ে দেখানো না হয়, এ বার্তা গুগ্‌লকেও দিয়েছে দিল্লি। গুগ্‌লও এ বিষয়ে যথেষ্ট সতর্ক ৷ কিন্তু তবুও কলকাতা পুরসভা শুভেচ্ছাবার্তায় যে মানচিত্র দেখিয়েছে, সেখানে ওই দুই অঞ্চল বাদ দেওয়ায় সঙ্গত কারনেই বড়মাপের বিতর্ক তৈরি হয়েছে৷ দাবি উঠেছে, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি’না তা নিয়ে উচ্চস্তরের তদন্ত হোক৷ মেয়র এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷ ডেপুটি মেয়র বলেছেন, “এমন হয়ে থাকলে ভুল হয়েছে। খোঁজ নিচ্ছি”৷ এদিকে এই ইস্যুতে বিজেপি তোপ দেগেছে মুখ্যমন্ত্রী এবং মেয়রের উদ্দ্যেশে আর মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে সিপিএম।

রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পুরসভা তাদের ফেসবুক পেজে পোস্ট করে একটি শুভেচ্ছা বার্তা৷ মেয়র ফিরহাদ হাকিমের ছবি এবং কলকাতা পুরসভার লোগো দেওয়া সেই শুভেচ্ছায় বলা হয়, ‘‘এই প্রজাতন্ত্র দিবস, গাঢ় হোক একতার রঙ!’’ কিন্তু সমস্যা তৈরি করেছে
ওই শুভেচ্ছা বার্তায় থাকা ভারতের মানচিত্রের ছবি৷ যে ছবিতে যে মানচিত্র
দেওয়া হয়, সেখানে পাক অধিকৃত কাশ্মীর এবং চিনের কব্জায় থাকা আকসাই চিনকে বাদ দেওয়া হয়েছে ভারত থেকে। কিছুক্ষণের মধ্যেই ওই মানচিত্র নিয়ে তুমুল হইচই শুরু হয়ে যায় সর্বত্র৷ পুরসভার অন্দরে খোঁজ চলছে, কে তৈরি করলেন এই শুভেচ্ছাবার্তা? মেয়র ফিরহাদ হাকিম বা অন্য পুরকর্তাদের নজরে আগে কেন আসেনি ? বিষয়টি সম্পর্কে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেছেন, ‘‘যদি এটা হয়ে থাকে, তা হলে ভুল হয়েছে। এ রকম হওয়া উচিত নয়। খতিয়ে দেখছি।’’ ডেপুটি মেয়রের এই কথার প্রেক্ষিতে বিজেপি প্রশ্ন তুলছে, যে বিষয়ে ভারত সরকার এত সতর্ক এবং সংবেদনশীল, সেই বিষয়টাতেই এতবড় ভুল কীভাবে করলো পুরসভা? রাজ্য বিজেপি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে উদ্দেশ্যে বলেছে, ‘‘মিনি পাকিস্তানের প্রবক্তা তো এই ফিরহাদ হাকিমই। তাই তিনি পাকিস্তানের নির্দেশে ভারতের মানচিত্র বিকৃত করেছেন৷ কাশ্মীরকে ভারতের মানচিত্র থেকে বাদ দিয়ে দেখিয়েছেন। দলের নেতা সায়ন্তন বসু বলেছেন, ‘‘আমরা বার বারই বলছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। এটা তারই একটি ধাপ৷’’ মেয়রকে বিঁধেছেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও৷ তিনি বলেছেন, ‘‘ফিরহাদ হাকিম একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি কলকাতার মেয়র। মুখ্যমন্ত্রী দেখুন, ভারতের মানচিত্র নিয়ে কী হচ্ছে! মুখ্যমন্ত্রী দ্রুত এই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”

spot_img

Related articles

পকেটে ছ্যাঁকা সুরাপ্রেমীদের! রাজ্যে মদের বিক্রি কমল ২০ শতাংশ 

ক্যালেন্ডারের পাতা ওল্টাতেই রাজ্যে সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। ১ ডিসেম্বর থেকে মদের ওপর বাড়তি কর চাপানোর সরকারি সিদ্ধান্তের...

SIR শুনানিতে ডাক নেতাজি-পরিবারের সদস্যদেরও

এসআইআর-এ শুনানির নামে কমিশনের হেনস্থা জারি। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি এই হয়রানি থেকে বাদ যাননি নোবেলজয়ী অর্মত্য সেনও।...

সমাধানে ব্যর্থ ফেডারেশন, আনোয়ার ইস্যুতে বড় পদক্ষেপ মোহনবাগানের

২ বছর অপেক্ষা করার পর ফেডারেশনের কার্যত উপর বিরক্ত হয়ে সমস্ত আইন মেনেই আনোয়ার আলি(Anwar Ali )ইস্যুতে এবার...

শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শুটিং, ইডেন পরিদর্শন পরিচালকের

দক্ষিণ আফ্রিকায় যখন প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়(Sourav Ganguly )তখন তাঁর ভক্তদের জন্য সুখবর। আগামী মার্চ মাসেই...