কলকাতা পুরভোটে মধ্য কলকাতার ২৯ নম্বর ওয়ার্ডে বিচিত্র অবস্থা।
এখানকার কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় কংগ্রেসের। দলের পুরসভার নেতাও।
আগের বার হেভিওয়েট প্রার্থী বিধায়ক পরেশ পালকে হারিয়ে জিতেছিলেন এই ওয়ার্ডে, সেটা কম কথা নয়।
তারপর সক্রিয় ছিলেন কংগ্রেসেই।
কিন্তু এবার দুটো জল্পনা তীব্র।
এক, তৃণমূলের প্রার্থী কে? খোদ পরেশ যাঁর কাছে গোহারা হেরেছেন, তাঁর বিরুদ্ধে এবার কে লড়বেন? একাধিক নাম শোনা যাচ্ছে। স্বপন সমাদ্দারের নামও আছে।
দুই, পরের জল্পনা, প্রকাশবাবুই এবার তৃণমূলের প্রার্থী নন তো? আগের মেয়র শোভনের সঙ্গে শুরুতে প্রকাশের তিক্ততা থাকলেও পরে তা মিটে এসেছিল। আর নতুন মেয়র ববির সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক। এই ওয়ার্ডে তাই ঝুঁকি না নিয়ে প্রকাশকেই দলে নিতে পারে তৃণমূল।
যদিও কিছুই চূড়ান্ত না।
এই ওয়ার্ডে মুসলিম ভোট অনেক। ফলে বিজেপির দাঁত ফোটানো কঠিন।
একটি সূত্র বলছে, প্রকাশ যদি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হন, আবার জিতবেন। তবে এবার একটু অসুস্থ প্রকাশ। বয়সও হয়েছে।
দেখা যাক তিনি কোন পথে যান।
আরও পড়ুন-রেড রোডে সাড়ম্বরে পালিত প্রজাতন্ত্র দিবস! ট্যাবলোতে নজর কাড়লো “কার্গিল হিরো” বোফর্স