‘ভারত মাতা কি জয়’-এই স্লোগান নিয়ে মুখ খুললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। প্রজাতন্ত্র দিবসের দিনেই একটি ট্যুইটে তিনি লিখেছেন, ‘আমার তো ভারত মাতা কি জয় বা বন্দেমাতরম বলতে কোনও অসুবিধা হয় না। অন্যদের কেন এতে অসুবিধা হয়, বুঝি না।’ কয়েক দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করেন, ‘ভারত মাতা কি জয়’ বলতে যারা প্রস্তুত তারাই শুধু ভারতে থাকতে পারবেন। তাঁর সেই বক্তব্যেও তৈরি হয়েছিল বিতর্ক।তসলিমার এই মন্তব্য সেই বিতর্ককেই ফের উস্কে দিল বলে মনে করা হচ্ছে।
