Thursday, August 21, 2025

ফের ত্রিকোণ প্রেমের ফাঁদে প্রাণ হারালেন স্বামী। পুরুলিয়ার কলেজ শিক্ষক অরূপ চট্টরাজ খুনের ঘটনায় সামনে এলো সেই তথ্য। ঘটনায় অরূপের স্ত্রী পাপড়ি ও তাঁর প্রেমিক অজয় আম্বানিকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
১৭ জনুয়ারি পুরুলিয়ার রবীন্দ্রপল্লির বাড়িতে রাতের খাওয়া সেরে দোতলায় নিজের ঘরে যান নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক অরূপ চট্টরাজ। সেই ঘরেই লুকিয়ে ছিল আততায়ী। অরূপ ঘরে ঢুকতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে সে। তাঁর মা লীলা চট্টরাজ ছেলেকে বাঁচানো চেষ্টা করলেও বিফল হন। অরূপ চট্টরাজের গলায় মাফলার জড়িয়ে খুন করে ছাদের দরজা দিয়ে পালিয়ে যায় ‘খুনি’।
তদন্তে নেমে দফায় দফায় নিহতের স্ত্রী পাপড়িকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরা খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করেন তিনি। রবিবার রাতে পাপড়ির প্রেমিক অজয়কে গ্রেফতার করা হয়।
পুরুলিয়া জে কে কলেজে পড়ার সময় অজয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পাপড়ির। কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি। বিয়ে হয়ে যায় পাপড়ির। আড়াই বছর আগে স্যোশাল মিডিয়ায় আবার যোগাযোগ হয় তাঁদের। গত বছরের অক্টোবরে জব্বলপুরের বাড়ি থেকে পুরুলিয়া ফিরে আসেন অজয়। পুরুলিয়া শহরের রাঁচি রোডে একটি বাড়ি ভাড়া নেন। সেখানে অরূপের স্ত্রী পাপড়ি বাড়িতে প্রায়ই যেতেন বলে পুলিশ সূত্রে খবর।
অভিযোগ, ১৭ তারিখ রাতে বাড়ির দোতলার ছাদে অজয়কে উঠতে সাহায্য করেছিলেন পাপড়ি। এমনকী, অরূপকে বাঁচাতে শাশুড়িকে তিনি দোতলায় উঠতে বাধা দেন। পাপড়ি ও অজয়কে মুখোমুখি বসিয়ে জেরা করার পরেই খুনের কথা স্বীকার করেন দু’জন। এরপরেই দুজনকে গ্রেফতার করা হয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version