Friday, August 22, 2025

উন্নয়নের দৌড়ে এগিয়ে আছে কেজরিওয়ালের আপ। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত দিল্লিবাসী আপ সরকারের উন্নয়নমুখী প্রশাসনিক কাজকর্মে সন্তুষ্ট। সবকটি প্রাক্ ভোট সমীক্ষায় আপের ফেরার ইঙ্গিত। কেজরিওয়ালের বিপক্ষে মুখ্যমন্ত্রী পদে মুখ নেই কোনও। ফলে এমনিতেই দিল্লির ভোট বিজেপির কাছে চাপের। তাই শেষবেলায় জাতীয়তাবাদ আর দেশপ্রেমের চেনা ছকেই পা ফেলেছে বিজেপি। দিল্লির ভোটে নাগরিকত্ব আইনের পক্ষে প্রচারই শুধু নয়, শাহিনবাগের রাস্তা আটকে মাসাধিককাল ধরে চলা বিক্ষোভ আর সেখান থেকে ওঠা দেশবিরোধী শ্লোগানই এখন অমিত শাহদের বড় হাতিয়ার।

দিল্লির ভোটের প্রচারে তাই বারবার শাহিনবাগের নাম নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মেরুকরণের অনুচ্চারিত লক্ষ্যকে সামনে রেখে দিল্লিবাসীকে বলছেন, বিজেপির পক্ষে এত জোরে বোতাম টিপুন যাতে তার আওয়াজ পৌঁছে যায় শাহিনবাগে। দিল্লিবাসীর কাছে শাহের আর্জি, পুরো দিল্লিটাকে শাহিনবাগ বানাতে দেবেন না। বিজেপি ক্ষমতায় এলেই এখানকার মানুষ প্রকৃত উন্নতির অর্থ বুঝবে।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে প্রচুর মানুষ ধরনায় বসেছেন। এক মাসের উপর এই অবস্থান-বিক্ষোভ চলছে। বহু মুসলিম মহিলাকেও লাগাতার ধরনায় সামিল থাকতে দেখা যাচ্ছে। বাচ্চাদেরও দেখা যাচ্ছে মোদি বিরোধী শ্লোগান দিতে। কংগ্রেস ও অন্যান্য বিরোধী নেতারাও বিক্ষোভে যোগ দিচ্ছেন। আবার এই শাহিনবাগ কর্মসূচিরই অন্যতম উদ্যোক্তা সারজিল ইমামের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে তাঁর মুখে ভারত ভাগের ডাক আর অসম রাজ্যকে ভারত থেকে বের করার হুমকি শোনা যাচ্ছে। এই সারজিল জেএনইউ-এর ছাত্র। ফলে দিল্লির ভোটে শাহিনবাগের উত্তাপ এড়ানো যাচ্ছে না। এই হাতিয়ার হাতছাড়া করতে চায় না বিজেপিও।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version