ফের লোকালয়ে বাইসন। তাও আবার ১টা, ২টো, নয়, ৬টা বাইসন দাপিয়ে বেড়ালো মাথাভাঙার বড় শোলমারি এলাকা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা সেগুলিকে এলাকার একটি সর্ষেক্ষেতে ঘুরে বেড়াতে দেখেন। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বনদফতরে কর্মীরাও একসঙ্গে ৬টি বাইসান দেখে তাঁরাও ঘাবড়ে যান। এর আগেও বেশ কয়েকবার বাইসান ঢুকে পড়েছিল এলাকায়।

বন দফতর সূত্রে খবর, পাতলাখাওয়া চিলাপাতা এলাকা থেকে বাইসনগুলি লোকালয়ে ঢোকে। বনাঞ্চলে খাদ্যের অভাবই প্রাণীগুলিকে লোকালয়ে টেনে নিয়ে আসে। তবে এখনও পর্যন্ত মানুষ ও মনুষ্যেতরের সংঘাতের কোনও খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন-এই প্রথম বারুইপুর আদালতে ফাঁসির নির্দেশ, তবে মুক্তি পেল নাবালক
