“উপাচার্য ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সামনেই ডিলিট-এ স্বাক্ষর করেছি!” জানালেন অপমানিত রাজ্যপাল

একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের “কপি” কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে যেতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। শেষ পর্যন্ত বাধ্য হয়েই সমাবর্তনে যোগ না দিয়ে ফিরে যেতে হয় তাঁকে। যা মাত্র একমাসের ব্যবধানে যা কার্যত নজিরবিহীন ঘটনা।

এরপর তিনি টুইট করে আক্ষেপ প্রকাশ করেন।

তিনি লেখেন, “সমাবর্তন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আসার সময় আমার মনে সম্মানের বিষয়টিই বারবার আসছিল। নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মান দেওয়া হচ্ছে। সেখানে সম্মান নিয়ে কোনওরকম আপোস করার জায়গাই নেই। উপাচার্য ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সামনেই আমি ওনার ডিলিট-এ স্বাক্ষর করেছি।”

Previous articleCAA-তে একাধিক নতুন শর্ত চাপাতে চলেছে কেন্দ্র
Next articleএই প্রথম বারুইপুর আদালতে ফাঁসির নির্দেশ, তবে মুক্তি পেল নাবালক