পিকের বিস্ফোরক রিপোর্ট? তৃণমূলে তুলকালাম জল্পনা

কেউ সেটি চোখে দেখে নি। কিন্তু তার অনেক গল্প শুনেছে!

প্রশান্ত কিশোর নাকি তাঁর রিপোর্টে দলকে জানিয়েছেন কলকাতার 40-45 জন পুরপিতাকে মানুষ চান না। বদল দরকার। নতুন মুখ চাই। অনেক অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে।

এহেন রিপোর্ট নিয়ে দলে জল্পনা তুঙ্গে। এতে বেশ কিছু পুরপিতা অস্বস্তিতে। আবার তাঁদের উল্টো গোষ্ঠী চাঙ্গা।

একপক্ষ বলছে, পিকের পদ্ধতি কাজ করছে সঠিকভাবে। এতে দলের লাভ। অন্য পক্ষ বলছে পিকে দলটা লাটে তুলে দেবেন। সব মিলিয়ে আলোচনা, পিকে যে কজনের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন, দল তাদের সরাবার ঝুঁকি নেবে কি না। এতবড় রদবদল করা কি এখন ঠিক হবে?