Thursday, August 28, 2025

দ্বিতীয় সন্তানকে বড় করতে না চাওয়াতেই খুন, জেরায় স্বীকার মায়ের

Date:

দ্বিতীয় সন্তানকে বড় করতে না চাওয়াতেই বেলেঘাটায় শিশুকন্যাকে খুন করেছেন তার মা। তদন্তে নেমে উঠে এল এই তথ্য। গ্রেফতারের পরে শিশুকন্যা হত্যায় অভিযুক্ত মা সন্ধ্যা মাল্যকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। যতই তদন্ত এগোচ্ছে, ততই অবাক হচ্ছেন দুঁদে তদন্তকারীরা। পুলিশি জেরায় সন্ধ্যা স্বীকার করেছেন, দ্বিতীয় সন্তান বড় করতে চাননি তিনি। সেই কারণেই ১৫ দিন আগে থেকে পরিকল্পনা করে খুন করেছেন নিজের দুমাসের কন্যাকে। শুধু তাই নয়, মুখে লাগানোর জন্য লিউকোপ্লাস্টও তিনিই কিনে আনেন। আবাসনের বাইরেই ম্যানহোলের মধ্যে শিশুকন্যার দেহ প্লাস্টিকে মুড়ে ফেলে দেন তিনি। জেরার পরে নিজেই সেই জায়গা দেখিয়ে দেন তদন্তকারীদের।

মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। খুব শীঘ্রই এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

একই সঙ্গে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ১০ বছর ধরে সন্ধ্যার সঙ্গে সম্পর্ক রয়েছে এক হরিয়ানার যুবকের। প্রেমিকের সঙ্গে খুনের বিষয়ে আলোচনা করেছিলেন সন্ধ্যা। তবে সেই যুবকের এই খুনে কোনও প্রত্যক্ষ ও পরোক্ষ মদত আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, সন্ধ্যা একা নন, এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারেন। মানসিক চাপ থেকে বা পারিপার্শ্বিক, পারিবারিক থেকেই তিনি ২ মাসের শিশুকন্যাকে হত্যা করেছেন কি না সে দিকটা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

যেভাবে সন্ধ্যার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা এই ‘খুনি’ মায়ের পাশে দাঁড়িয়েছেন, তিনি জায়গা দেখিয়ে দেওয়ার পরেও সন্ধ্যাকে হত্যাকারী বলে মানতে রাজি হচ্ছেন না তাই দেখে পুলিশের সন্দেহ এই ঘটনায় তাঁদের যোগ থাকতে পারে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version