ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA এর বিরুদ্ধে প্রস্তাব পাশের উদ্যোগ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সংসদের ভূমিকায় তীব্র অসন্তোষ জানিয়েছে ভারত সরকার। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে CAA বিরোধী এই উদ্যোগে খুশি গোপন করেনি এখানকার বিরোধী দল কংগ্রেস। এই পরিস্থিতিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সালোলিকে ক্ষোভ জানিয়ে চিঠি পাঠালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেছেন, এই আইনটি ভারতের সংসদে বিতর্ক ও ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে তৈরি হয়েছে এবং এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। কোনও স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ আইন নিয়ে প্রস্তাব পাশ করানো আদৌ গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত স্বার্থে এর ব্যবহার হতে পারে। ওম বিড়লার কথায়, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদস্য হিসাবে অন্য দেশের আইনসভা ও গণতন্ত্রকে সম্মান করা উচিত। প্রসঙ্গত, নতুন নাগরিকত্ব আইন ছাড়াও কাশ্মীরে 370 ধারা বিলোপ ও সেখানকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাব আনার বিষয়ে উদ্যোগী ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম এক সদস্য আবার পাকিস্তানি বংশদ্ভূত। ফলে গোটা বিষয়টি নতুন মোড় নিয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টে CAA প্রস্তাব, প্রতিবাদে চিঠি পাঠালেন লোকসভার স্পিকার
Date:
Share post:
