তৃণমূলের সম্ভাব্য রাজ্যসভা প্রার্থীর তালিকায় নতুন তিনটি নাম জল্পনায় চলে এসেছে।
শিল্পী শুভাপ্রসন্ন, ইনি যোগেন চক্রবর্তীর বদলে যাবেন।

দীনেশ বাজাজ। ইনি অবাঙালি হিন্দু নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করবেন। শিক্ষাবিদ অভীক মজুমদার। ইনি সিলেবাস কমিটির চেয়ারম্যান। যদিও এর আসল কৃতিত্বের কাজগুলি অন্য অনেক সদস্য করেন। এর আগে নাম ছিল সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষের। এখন জল্পনায় আরও নাম যুক্ত হল। দল একটি সংখ্যালঘু নাম খুঁজছে। না পেলে ইমরান থেকে যাবেন।

আরও পড়ুন-নজরুল মঞ্চ ছাড়লেন রাজ্যপাল, বন্ধ হল পড়ুয়াদের বিক্ষোভও
