সিরিজ জয় নিয়ে ধন্ধ, কিউইদের টার্গেট ১৮০

টার্গেট ১৮০। কিউইরা করলে পরের ম্যাচের দিকে নজর থাকবে। আর আজ জিতলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ চলে আসবে বিরাটদের পকেটে। হ্যামিল্টনে তৃতীয় ওয়ান ডে ম্যাচে শুরুটাই হলো ঝড়ের গতিতে। টসে হেরে ভারত ব্যাটিং করতে নামে। ফর্মে ফিরলেন রাজার মেজাজে রোহিত শর্মা। ২৩ বলে হাফ সেঞ্চুরি করলেন। সঙ্গে রাহুল তখন কি অ্যাঙ্কর রোলে। কিন্তু ক্রিজে জমে যাওয়ার পরেও লেগের দিকে সরে এসে গ্র‍্যান্ডোমের বল স্ক্যোয়ার লেগে মারতে গিয়ে ক্যাচ তুলে ফিরলেন ২৭ রানে। দলের রান ৮ওভারে ৮৯। তাড়াতাড়ি ফিরে গেলেন রোহিত ৬৫ রানে। কোহলি শ্রেয়সের লড়াই চলল। কিন্তু শ্রেয়স স্ট্যাম্পড হলেন একটু বেশি সাহসী হতে গিয়ে। তারপর কোহলি আর মনীশ পাণ্ডে। কিন্তু পরপর তিনটি উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় বিরাটরা। পিচও ক্রমশ মন্থর হয়েছে। তারমধ্যেও বিরাট ২৬ বলে ৩৭ রান করে কভারে ক্যাচ দিয়ে ফিরলেন। শেষে চেষ্টা করেছিলেন মনীশ পাণ্ডে ও জাদেজা। কিন্তু রান ৫ উইকেটে ১৭৯এর বেশি এগোয়নি। সিরিজ জয় নিয়ে প্রশ্ন রয়ে গেল।

Previous articleজলঙ্গিতে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু
Next articleকুণালের অনুরোধেই মমতাকে নিয়ে পার্থ লিখেছিলেন “টালির চাল থেকে রেল দফতর”