Friday, November 14, 2025

KMC Vote 88: প্রার্থী হতে পারেন মালা-নির্বেদপুত্র নির্বাণ

Date:

কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন পুরোটাই মালা রায়- কেন্দ্রিক৷ সেই ১৯৯৫ সাল থেকে ২০১৫, পুরভোটে যখন যে দলের হয়ে প্রার্থী হয়েছেন, তিনিই জিতেছেন৷ হারিয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েটকেও৷ ২০১৫-তে পঞ্চমবার কাউন্সিলর হওয়ার পর তৃৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার ইতিহাসে প্রথম মহিলা চেয়ার-পার্সন-এর দায়িত্ব দিয়েছেন মালা রায়কে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে কলকাতা-দক্ষিণ কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হলেও আজও মালা রায় পুরসভার চেয়ার-পার্সন৷

৮৮ নম্বর ওয়ার্ডের নাগরিকদের পুর- পরিষেবা সংক্রান্ত অভিযোগ তুলনায় অনেক কম৷ কলকাতার অন্যতম ‘মডেল’ ওয়ার্ড এটি৷ তাই মালা রায় তৃণমূলের প্রার্থী হলে, তিনিই ষষ্ঠবারের জন্য কাউন্সিলর হবেন, এমনই ধারনা রাজনৈতিক মহলের৷ ওদিকে,কোনও সাংসদের পুরভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি কোনও নিষেধাজ্ঞা নেই৷ তাই এলাকার মানুষ চাইছেন, ফের মালা রায়ই ভোটে দাঁড়ান৷ তিনিই দলের প্রার্থী হবেন কি’না, তা স্থির করবে দল৷ এ ব্যাপারে মালা রায়ের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা মূল্যহীন৷ তবে এটাও বাস্তব, এই ওয়ার্ডের রাজনৈতিক ওঠাপড়া পুরোটাই সম্ভবত মালা রায়ের নিয়ন্ত্রণে৷

এদিকে তৃণমূল অন্দরের খবর, এবার এই ৮৮ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী হতে পারেন মালা রায় এবং নির্বেদ রায়ের সুযোগ্য পুত্র নির্বাণ রায়৷ ২০১৯-এ কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ‘মা’ মালা রায়ের ভোট প্রচারে নির্বাণের রাজনৈতিক ‘অভিষেক’ হয়েছে৷ শিক্ষানবিশি পর্বে মায়ের সঙ্গে ঘুরে ঘুরে নির্বাণ হাতেকলমে শিখেছেন প্রচারের কায়দা-কৌশল। মায়ের সঙ্গে বড় সভা, কর্মিসভাতেও ছিলেন৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তন ছাত্র, বছর পঁচিশের নির্বাণ বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। মায়ের ভোট প্রচারে অংশ নিতে কলকাতায় এসেছিলেন৷ এর আগে বাবা নির্বেদ রায়ের হয়েও তমলুকে প্রচার করেছিলেন নির্বাণ।

মেধাবী ছাত্র এবং প্রতিষ্ঠিত চাকুরে হলেও রাজনীতিতে অনাগ্রহী নন নির্বাণ। নির্বেদ-মালার পুত্রও কি সেই পথেই এগোচ্ছেন? এই প্রশ্নের উত্তর তো মায়ের ভোট প্রচারে যখন এসেছিলেন, তখনই দিয়েছেন নির্বাণ৷ তাঁর কথায়, “আমি চাকরি ছেড়ে কলকাতায় বাবা- মায়ের মতো রাজনীতি করতে চাই। কিছু পাওয়ার আশায় নয়। রাজনৈতিক পরিবারে জন্ম, সেই আবহে বড় হয়ে ওঠা। তাই অন্য কাজে স্বাচ্ছন্দ্যের কিছুটা তো অভাব হয়ই।”

তা হলে কি কলকাতা পুরভোটে ৮৮ নম্বর ওয়ার্ডে মা মালা রায়ের আসনে এবার তৃণমূল প্রার্থী তরুন প্রজন্মের নির্বাণ রায় ?

আরও পড়ুন-ভারতে প্রথম কেরালার পড়ুয়ার দেহে করোনা ভাইরাস, ছড়াচ্ছে শঙ্কা

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version