Wednesday, August 27, 2025

কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন পুরোটাই মালা রায়- কেন্দ্রিক৷ সেই ১৯৯৫ সাল থেকে ২০১৫, পুরভোটে যখন যে দলের হয়ে প্রার্থী হয়েছেন, তিনিই জিতেছেন৷ হারিয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েটকেও৷ ২০১৫-তে পঞ্চমবার কাউন্সিলর হওয়ার পর তৃৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার ইতিহাসে প্রথম মহিলা চেয়ার-পার্সন-এর দায়িত্ব দিয়েছেন মালা রায়কে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে কলকাতা-দক্ষিণ কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হলেও আজও মালা রায় পুরসভার চেয়ার-পার্সন৷

৮৮ নম্বর ওয়ার্ডের নাগরিকদের পুর- পরিষেবা সংক্রান্ত অভিযোগ তুলনায় অনেক কম৷ কলকাতার অন্যতম ‘মডেল’ ওয়ার্ড এটি৷ তাই মালা রায় তৃণমূলের প্রার্থী হলে, তিনিই ষষ্ঠবারের জন্য কাউন্সিলর হবেন, এমনই ধারনা রাজনৈতিক মহলের৷ ওদিকে,কোনও সাংসদের পুরভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি কোনও নিষেধাজ্ঞা নেই৷ তাই এলাকার মানুষ চাইছেন, ফের মালা রায়ই ভোটে দাঁড়ান৷ তিনিই দলের প্রার্থী হবেন কি’না, তা স্থির করবে দল৷ এ ব্যাপারে মালা রায়ের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা মূল্যহীন৷ তবে এটাও বাস্তব, এই ওয়ার্ডের রাজনৈতিক ওঠাপড়া পুরোটাই সম্ভবত মালা রায়ের নিয়ন্ত্রণে৷

এদিকে তৃণমূল অন্দরের খবর, এবার এই ৮৮ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী হতে পারেন মালা রায় এবং নির্বেদ রায়ের সুযোগ্য পুত্র নির্বাণ রায়৷ ২০১৯-এ কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ‘মা’ মালা রায়ের ভোট প্রচারে নির্বাণের রাজনৈতিক ‘অভিষেক’ হয়েছে৷ শিক্ষানবিশি পর্বে মায়ের সঙ্গে ঘুরে ঘুরে নির্বাণ হাতেকলমে শিখেছেন প্রচারের কায়দা-কৌশল। মায়ের সঙ্গে বড় সভা, কর্মিসভাতেও ছিলেন৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তন ছাত্র, বছর পঁচিশের নির্বাণ বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। মায়ের ভোট প্রচারে অংশ নিতে কলকাতায় এসেছিলেন৷ এর আগে বাবা নির্বেদ রায়ের হয়েও তমলুকে প্রচার করেছিলেন নির্বাণ।

মেধাবী ছাত্র এবং প্রতিষ্ঠিত চাকুরে হলেও রাজনীতিতে অনাগ্রহী নন নির্বাণ। নির্বেদ-মালার পুত্রও কি সেই পথেই এগোচ্ছেন? এই প্রশ্নের উত্তর তো মায়ের ভোট প্রচারে যখন এসেছিলেন, তখনই দিয়েছেন নির্বাণ৷ তাঁর কথায়, “আমি চাকরি ছেড়ে কলকাতায় বাবা- মায়ের মতো রাজনীতি করতে চাই। কিছু পাওয়ার আশায় নয়। রাজনৈতিক পরিবারে জন্ম, সেই আবহে বড় হয়ে ওঠা। তাই অন্য কাজে স্বাচ্ছন্দ্যের কিছুটা তো অভাব হয়ই।”

তা হলে কি কলকাতা পুরভোটে ৮৮ নম্বর ওয়ার্ডে মা মালা রায়ের আসনে এবার তৃণমূল প্রার্থী তরুন প্রজন্মের নির্বাণ রায় ?

আরও পড়ুন-ভারতে প্রথম কেরালার পড়ুয়ার দেহে করোনা ভাইরাস, ছড়াচ্ছে শঙ্কা

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version