আদনানের পদ্মশ্রীতে চটেছেন তোগাড়িয়া, এক হাত নিলেন মোদিকে

আদিনান শামিকে নিয়ে তরজা জমজমাট। শুধু কংগ্রেস বা বিরোধী দলের নেতারাই নন, এবার এই ইস্যুতে মোদিকে তোপ দাগলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া। বললেন, আদনানকে পদ্মশ্রী দেওয়ার অর্থ, ভারতের শহিদদের অপমান করা। কারণ, যাদের গুলিতে ভারতীয় সেনারা শহিদ হয়েছেন, তাদের একজন ছিলেন আদনানের বাবা।

পাল্টা আদনান উত্তর না দিয়ে থাকতে পারেননি। বলেছেন, যারা আমার সকালে বিরোধিতা করছেন, তাঁরাই আবার সন্ধ্যায় আমার গান শোনেন। শিল্পী হিসাবে আমি ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। আমার ৩৪ বছরের কর্মজীবন। তারমধ্যে ২০বছর বলিউডে। সেখানে পাকিস্তানের কোনও জায়গা নেই।

উল্লেখ্য, ২০১৫সালে আদনানের পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি ভারতীয় নাগরিকত্বের আবেদন জানান। ২০১৬সালে তিনি ভারতীয় নাগরিক হন।

Previous articleআফগানি মর্টার-শেলে কেঁপে উঠল পাকিস্তান
Next articleশনিবারই শহরে পা রাখছেন লাল-হলুদের নতুন হেড স্যার!