নাথুরামের ‘উত্তরসূরি’কে পুরস্কার! সিদ্ধান্ত হিন্দু মহাসভার

প্রকাশ্যে গুলি করার জন্য এবার পুরস্কার! সিদ্ধান্ত হিন্দু মহাসভার। বৃহস্পতিবার, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো বন্দুকবাজকে ‘সাহসিকতার’ জন্য পুরস্কৃত করতে চায় তারা। কারণ, এই তরুণ তাদের দলের একসময়ের সদস্য গান্ধী-হন্তা নাথুরাম গডসে-র যোগ্য উত্তরসূরি বলে মত হিন্দু মহাসভার। সংগঠনের মুখপাত্র অশোক পাণ্ডে সংবাদ মাধ্যমকে বলেন, এই ছেলেটির জন্য তাঁরা গর্বিত। তিনি জামিয়ার ‘অ্যান্টি ন্যাশনালদের’ মুখ বন্ধ করতে চেয়েছিলেন। অশোক পাণ্ডের মতে, শরজিলের মতো ‘দেশদ্রোহী’দের গুলি করেই মারা উচিত। বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের উপস্থিতিতেই গুলি চালায় বন্দুকবাজ। আহত হন কাশ্মীরি যুবক শাদাব ফারুক।
এদিকে, জামিয়ার বাইরে গুলিচালানোর ঘটনা নিয়ে নিয়ে সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কে এই বন্দুকবাজকে টাকা জোগাল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Previous articleরুদ্ধশ্বাস জয়, সিরিজে ৪-০ এগিয়ে কোহালিরা
Next articleসাধারণ বাজেট পেশ করতে নিজের দফতর থেকে সংসদে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন