Wednesday, May 14, 2025

ছাত্রীকে হেনস্থার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের। শুক্রবার, প্রতিবাদী ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপি অভিনন্দন যাত্রায় তাঁর বিরুদ্ধে দিলীপ ঘোষ অশ্লীল মন্তব্য করেছেন বলে অভিযোগ সুদেষ্ণার।
বৃহস্পতিবার, পাটুলির মোড় থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করে বিজেপির শ্রমিক সংগঠন। হাজির ছিলেন রাজ্য সভাপতি। মিছিলের অনুমতি না থাকায় ব্যারিকেড করে রাখে পুলিস। মিছিলের শুরুতেই ‘NO NRC, NO CAA’ লেখা পোস্টার হাতে নিয়ে একাই দাঁড়িয়েছিলেন সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা। অভিযোগ, তাঁর নীরব প্রতিবাদের জেরে চড়াও হন বিজেপি সমর্থকরা। দিলীপ ঘোষ বিষয়টি এড়িয়ে গেলেও বিজেপি-র কর্মী সমর্থকরা সুদেষ্ণাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় পোস্টার। ওই পরিস্থিতিতে থেকে তাঁকে উদ্ধার করেন সাংবাদিক ও মহিলা পুলিশ।
পাটুলিতে কিছু না এবিষয়ে পরে বইমেলায় প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “অন্য কিছু করেনি চোদ্দ পুরুষের ভাগ্য ভালো। অনেক সার্কাস বাগান পড়ে আছে। আমাদের কর্মীদের সামনে আসেন কেন? খবর হওয়ার জন্য না শহিদ হওয়ার জন্য? অনেক সহ্য করেছি এই ছেলেখেলা আর সহ্য করব না”।
বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা ছড়ায়। এর প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রতিবাদী ছাত্রী। নিজেকে অবশ্য কোনও রাজনৈতিক দলের সমর্থক বলতে নারাজ সুদেষ্ণা দত্তগুপ্ত।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version