গুড়িয়া ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত মনোজ শাহ এবং প্রদীপ কুমারকে 20 বছরের কারাদণ্ডের সাজা দিলো দিল্লি কোর্ট। একইসঙ্গে নির্যাতিতাকে 11 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছে। গত 18 জানুয়ারি মনোজ শাহ এবং প্রদীপ কুমারকে দোষী সাব্যস্ত করে দিল্লি কোর্ট।
2013 সালের 15 এপ্রিল পূর্ব দিল্লির গান্ধীনগরে 5 বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ করেছিলো ওই দু’জন। এমনকী শিশুর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। শিশুটি মরে গিয়েছে ভেবে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। নিখোঁজ হওয়ার 40 ঘণ্টা পরে শিশুটিকে উদ্ধার করে পুলিস।
দিল্লি কোর্টের রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন শিশুর বাবা। তিনি দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। শিশুটির একাধিকবার অস্ত্রোপচার হওয়ার পরেও এখনও সে সম্পূর্ণ সুস্থ হয়নি । সেই ঘটনার পর এখনও নিজেদের গ্রামে ফিরতে পারেননি তাঁরা। প্রতি মুহূর্তে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে দোষীরা, এমনই অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা।