Thursday, May 15, 2025

কুণালের পাশে দাঁড়িয়ে বিমান সংস্থাকেই প্রশ্ন পাইলটের

Date:

Share post:

বিমানে কৌতুক ও সহযাত্রীকে হেনস্থা করার অভিযোগে কোণঠাসা অভিনেতা কুণাল কামরার পাশে দাঁড়ালেন ইন্ডিগো বিমানেরই পাইলট। যে উড়ানে কুণাল অভব্য আচরণ করেছেন বলে অভিযোগে তাঁকে ব্যান করা হয়, সেই বিমানেরই পাইলট সংস্থাকে মেল করে প্রশ্ন তোলেন, শুধু সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে কী করে কোনও ঘটনার বিচার করা যায়? ইন্ডিগোকে ই-মেলে ক্যাপ্টেন লেখেন, তাঁর ৯বছরের পাইলট জীবনে এমন ঘটনা ঘটেনি। তাঁর মতে, বিমান সংস্থার সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। কারণ, সিদ্ধান্ত নেওয়ার আগে পাইলট-ইন-কম্যান্ড হিসেবে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।
এই পাইলটের মতে, কুণালের আচরণ লেবেল ১ ধারা লঙ্ঘন করেনি। কারণ, সেরকম হলে, তাঁর কাছে অভিযোগ দায়ের করা হত। আর ক্যাপ্টেন হিসেবে তিনি অভিযোগ দায়ের করতেন। তাঁর সঙ্গে আলোচনা না করেই একজন যাত্রীকে ৬মাসের জন্য ব্যান করার ঘটনা নজির বিহীন বলে উষ্মা প্রকাশ করেছেন ওই ক্যাপ্টেন। তিনি এতও বলেন, হাই প্রোফাইল কেস বলেই হয়ত, ওই যাত্রীর উপর নিষেধাজ্ঞা চাপানোয় এত তৎপরতা নেওয়া হয়েছে।
ইন্ডিগো বিমানে যাওয়ার সময়ে কৌতুক অভিনেতা কুণাল কামরারে সহযাত্রী ছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। অভিযোগ, তাঁকে হেনস্থা করেন কুণাল। পরে, সেই ঘটনার কথা স্যোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। এরজেরে কুণালকে ৬মাসের জন্যে ব্যান করে ইন্ডিগো। এরপরে আরও ৩টি বিমান সংস্থা কুণালকে ব্যান করে। এই অবস্থায় যে বিমানে এই ঘটনা ঘটে, তারই ক্যাপ্টেন কুণাল কামরারের পাশে দাঁড়ালেন। যদিও, বিমান সংস্থার দাবি, যথাযথা অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ব্যান করেছে তারা।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...