Sunday, November 16, 2025

কুণালের পাশে দাঁড়িয়ে বিমান সংস্থাকেই প্রশ্ন পাইলটের

Date:

Share post:

বিমানে কৌতুক ও সহযাত্রীকে হেনস্থা করার অভিযোগে কোণঠাসা অভিনেতা কুণাল কামরার পাশে দাঁড়ালেন ইন্ডিগো বিমানেরই পাইলট। যে উড়ানে কুণাল অভব্য আচরণ করেছেন বলে অভিযোগে তাঁকে ব্যান করা হয়, সেই বিমানেরই পাইলট সংস্থাকে মেল করে প্রশ্ন তোলেন, শুধু সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে কী করে কোনও ঘটনার বিচার করা যায়? ইন্ডিগোকে ই-মেলে ক্যাপ্টেন লেখেন, তাঁর ৯বছরের পাইলট জীবনে এমন ঘটনা ঘটেনি। তাঁর মতে, বিমান সংস্থার সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। কারণ, সিদ্ধান্ত নেওয়ার আগে পাইলট-ইন-কম্যান্ড হিসেবে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।
এই পাইলটের মতে, কুণালের আচরণ লেবেল ১ ধারা লঙ্ঘন করেনি। কারণ, সেরকম হলে, তাঁর কাছে অভিযোগ দায়ের করা হত। আর ক্যাপ্টেন হিসেবে তিনি অভিযোগ দায়ের করতেন। তাঁর সঙ্গে আলোচনা না করেই একজন যাত্রীকে ৬মাসের জন্য ব্যান করার ঘটনা নজির বিহীন বলে উষ্মা প্রকাশ করেছেন ওই ক্যাপ্টেন। তিনি এতও বলেন, হাই প্রোফাইল কেস বলেই হয়ত, ওই যাত্রীর উপর নিষেধাজ্ঞা চাপানোয় এত তৎপরতা নেওয়া হয়েছে।
ইন্ডিগো বিমানে যাওয়ার সময়ে কৌতুক অভিনেতা কুণাল কামরারে সহযাত্রী ছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। অভিযোগ, তাঁকে হেনস্থা করেন কুণাল। পরে, সেই ঘটনার কথা স্যোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। এরজেরে কুণালকে ৬মাসের জন্যে ব্যান করে ইন্ডিগো। এরপরে আরও ৩টি বিমান সংস্থা কুণালকে ব্যান করে। এই অবস্থায় যে বিমানে এই ঘটনা ঘটে, তারই ক্যাপ্টেন কুণাল কামরারের পাশে দাঁড়ালেন। যদিও, বিমান সংস্থার দাবি, যথাযথা অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ব্যান করেছে তারা।

spot_img

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...