আজ অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ডের চতুর্থ টি-২০ ম্যাচ। সিরিজ জেতার পর এবার হোয়াইট ওয়াশের প্রস্তুতি। সিরিজ জিতে যাওয়ার কারণে সামনে বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলি ব্রিগেড নিশ্চিতভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। অনুমান, মহম্মদ শামিকে বসিয়ে নবদীপ সাইনি ও যজুবেন্দ্র চহ্বালকে বসিয়ে কুলদীপ দলে আসতে পারেন। এমনকী টানা ম্যাচ খেলা কিপিং এবং ওপেনিংয়ে ক্লান্ত রাহুলকে বসিয়ে ঋষভ পন্থকে দলে আনা হতে পারে। তবে অত্যধিক পরিবর্তন করে ম্যাচ হারতে চাইছেন না কোহলি বাহিনী।
