বাজেট অধিবেশনের শুরুতেই বিরোধী বিক্ষোভ সংসদ চত্বরে

আজ শুরু সংসদের বাজেট অধিবেশন। তার আগে সংসদ ভবনের সামনে বিরোধীদের ধরণা শুরু হয়। বিরোধীদের স্পষ্ট কথা সিএএ-এনআরসি-এনপিআর বন্ধ করা হোক। একইসঙ্গে আন্দোলনের উপর পুলিশি গুলির তীব্র ধিক্কার জানান। নেতৃত্বে সোনিয়া গান্ধী।

সকাল ১১টায় শুরু সংসদের অধিবেশন। রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তারপর সভা মুলতবি হবে। ফের অধিবেশন শুরু হবে দুপুর বারোটায়। আর্থিক রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু অর্থমন্ত্রীর এই রিপোর্ট পেশ মোটেই শান্তিতে হবে না। বিকেলে উপরাষ্ট্রপতির নেতৃত্বে বসবে সর্বদল বৈঠক। সেখানেও বিরোধীরা যে বিজেপির দমন-পীড়ন নীতি এবং ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার অভিযোগ তুলে সরব হবেন।

Previous articleঅকল্যান্ডে আজ হোয়াইট ওয়াশের লক্ষ্য
Next articleকলকাতা পুরভোটে প্রার্থী হতে নারাজ বিজেপির রাজ্য নেতারা